পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mouth Pasted with Feviquick: শত্রুতার জের, আঠা দিয়ে কিশোরের কান ও আঙুল জুড়ে দিল দুষ্কৃতীরা - কিশোর

উত্তরপ্রদেশে 15 বছরের এক নাবালকের হাত বেঁধে তার মুখে আঠা দিয়ে পেস্ট করে দেয় দুষ্কৃতীরা । কোনওরকমে বাড়িতে পৌঁছে ওই কিশোর পরিবারকে বিষয়টি জানায় । পরিবারের সদস্যদের অভিযোগে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।

Uttar Pradesh crime
কিশোরের ওপর অত্যাচার

By

Published : May 2, 2023, 7:54 PM IST

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), 2 মে: ফের উত্তরপ্রদেশের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ৷ দু'জন দুষ্কৃতী এক কিশোরকে ধরে ফেলে । এরপর ছেলেটির মুখ, কান ও আঙুলে আঠা দিয়ে পেস্ট করে দেয় । ঘটনাটি ঘটেছে সোমবার ওই রাজ্যের বারাবাঙ্কি জেলার একটি গ্রামে । কোনওরকমে তাদের হাত থেকে পালিয়ে কিশোর বাড়িতে পৌঁছে তার পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনার কথা জানায় । তারপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগে দায়ের করে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, জাহাঙ্গিরাবাদ থানা এলাকার বিবিয়াপুর মাজরে নিগ্রির বাসিন্দা নরেন্দ্র কুমারের ভাগ্নে ধীরাজ যাদব ৷ বসয় 15 বছর ৷ সোমবার সকালে গ্রামের বাইরে মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল ধীরাজ । পরিবারের অভিযোগ, সেসময় মুখে কালো কাপড় বেঁধে দুই দুষ্কৃতী আগে থেকেই গ্রামের বাইরে মাঠে উপস্থিত ছিল । এ দিকে শৌচকর্ম করতে আসা ধীরজকে ধরে ফেলে দুষ্কৃতীরা । এরপর তার হাত বেঁধে মুখে কাপড় বেঁধে দেয় । সেই সঙ্গে কিশোরের মুখে আঠা দিয়ে আটকে দেয় ৷ তারপর তার কানেও আঠা লাগিয়ে দেয় দুষ্কৃতীরা । এমনকী তারা ছেলেটির হাতের আঙ্গুলও গাম দিয়ে আটকানোর চেষ্টা করে ।

কিশোরের মামা নরেন্দ্র কুমার জানান, কিশোরের বোনকে আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় । এরপর কোনওরকমে সেখান থেকে ওই কিশোর পালিয়ে নিজের বাড়িতে পৌঁছয় ৷ বিষয়টি পরিবারের সদস্যদের জানায় । তারা সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভরতি করেন । বিষয়টি পুলিশকেও জানান । জাহাঙ্গিরাবাদ থানার পুলিশ আধিকারিক বিনোদ কুমার যাদব জানান, ওই কিশোরের মুখে আঠার মতো কিছু ছিল । তার চিকিৎসা চলছে । পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টির তদন্ত করছে । এই ঘটনার পর স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে কিশোরের গ্রামে ৷ দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ ৷

আরও পড়ুন:শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details