পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: 'মোদিজি, আপনি কবে ইস্তফা দেবেন ?', টুইট মণিপুরের একরত্তি মেয়ের - অশান্ত মণিপুর

অশান্ত মণিপুর ৷ কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ তাতে মণিপুর ইস্যুতে নতুন করে উত্তাল হয়ে উঠেছে দেশ ৷

ETV Bharat
অশান্ত মণিপুর

By

Published : Jul 21, 2023, 9:45 AM IST

Updated : Jul 21, 2023, 10:06 AM IST

ইম্ফল, 21 জুলাই: "প্রধানমন্ত্রী আপনি কবে পদত্যাগ করবেন ?" টুইটারে প্রধানমন্ত্রীকে এমন প্রশ্নই করেছে মণিপুরের কিশোরী লিসিপ্রিয়া কানগুজাম ৷ হাইস্কুলের এই ছাত্রী বাসিকহং গ্রামের বাসিন্দা । পরিবেশ কর্মী লিসিপ্রিয়া মেইতি সম্প্রদায়ভুক্ত ৷ মণিপুর নিয়ে উত্তপ্ত সারা দেশ ৷ বিশেষত, বুধবার আদিবাসী সম্প্রদায়ের দুই মহিলার একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলাদের নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে ৷ জানা গিয়েছে ওই দুই মহিলা কুকি সম্প্রদায়ের ৷ আর ঘটনাটি ঘটেছে, 4 মে ৷ অর্থাৎ মণিপুর অশান্ত হওয়ার ঠিক শুরুর দিকে ৷ এদিকে এই ভিডিয়োটি সামনে আসে প্রায় আড়াই মাস পর, 19 জুলাই ৷ সংসদে বাদল অধিবেশ শুরুর ঠিক আগের দিন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রথমবার মণিপুর নিয়ে মন্তব্য করেন ৷ তিনি জানান, দোষীদের সাজা দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রীর এই আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি মণিপুর ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ করছে ৷ বাদল অধিবেশনের প্রথম দিনেই মণিপুরের হিংসা নিয়ে আলোচনার দাবি তোলে বিরোধী দলগুলি ৷ লোকসভা এবং রাজ্যসভা- দুই কক্ষেই মুলতুবি ঘোষণা করা হয় ৷

এবার সরব হল মণিপুরের একরত্তি ৷ সে টুইটারে ক্ষোভ উগরে লিখেছে, "মণিপুর এখন নরকে পরিণত হয়েছে ৷ ধন্যবাদ মোদিজী ৷ আপনার নীরবতা আগুনে আরও বেশি করে ঘি ঢালছে ৷" 21 জুন, আন্তর্জাতিক যোগা দিবসে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গিয়েছিলেন ৷ সেই সময় মণিপুরের হিংসার ঘটনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ এই বিষয়টি নিয়েও সমালোচনা করে লিসিপ্রিয়া ৷ তবে এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দোষীদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ বিরোধীদের চাপে ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন: 'ইন্টারনেট চালু হলে এরকম আরও ঘটনা সামনে আসবে', বিস্ফোরক মণিপুরের সাংসদ

Last Updated : Jul 21, 2023, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details