পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Body Found in a Trolley: ট্রলি ব্যাগ থেকে উদ্ধার কিশোরীর টুকরো দেহ, খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ - পুলিশ

বেশ কয়েকটি টুকরো করা পচাগলা দেহ ব্যাগের ভেতরে ছিল বলে দাবি পুলিশের। ব্যাগ থেকে এতটাই দুর্গন্ধ বের হচ্ছিল যে, এর কাছে দাঁড়ানোই কঠিন ছিল। দেহটি এক কিশোরীর বলে জানা গিয়েছে। যার বয়স আনুমানিক 15 থেকে 16 বছরের বলে দাবি পুলিশের।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 10:39 PM IST

বালিয়া, 22 অক্টোবর:বাইরিয়া থানা এলাকার গাঝাওয়া বাবার জমি থেকে রবিবার একটি ট্রলি ব্যাগে বেশ কয়েক টুকরো দেহাংশ মিলেছে ৷ দেহাংশগুলি যে কোনও কিশোরীর তা নিশ্চিত করেছে পুলিশ। গ্রামবাসীরা প্রথমে ওই ট্রলি ব্যাগটি দেখতে পায় ৷ এরপর তারাই পুলিশকে খবর দেয় ৷ ঘটনাস্থলে এসে পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় সম্পর্কে এখনও অবশ্য কিছু জানাতে পারেনি পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

পুলিশ সুপার এস আনন্দের দাবি, এদিন সকালে গ্রামবাসীরা দয়াছাপড়া থেকে 200 মিটার পশ্চিম-দক্ষিণের একটি মাঠে পরিত্যক্ত লাল ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। দিল্লিতে শ্রদ্ধা হত্যা মামলার কথা মনে করে গ্রামবাসীরা কিছু অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছিল। পরে গ্রামবাসীরাই বাইরিয়া থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়েই পুলিশ সুপার-সহ এরিয়া অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ট্রলি ব্যাগটি খুললে ভিতরের দৃশ্য ছিল ভয়াবহ।

বেশ কয়েকটি টুকরো করা পচাগলা দেহ ব্যাগের ভেতরে ছিল বলে দাবি পুলিশের। ব্যাগ থেকে এতটাই দুর্গন্ধ বের হচ্ছিল যে এর কাছে দাঁড়ানোই কঠিন ছিল। দেহটি এক কিশোরীর বলে জানা গিয়েছে। যার বয়স আনুমানিক 15 থেকে 16 বছরের বলে দাবি পুলিশের। পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকে এমন কোনও তথ্য পায়নি, যা দিয়ে ওই মেয়েটিকে শনাক্ত করা যায়। দেহ কার, কীভাবে এখানে পৌঁছল, এ সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠিয়েছে।

আরও পড়ুন: কুড়ুল দিয়ে কুপিয়ে মা'কে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

একই সঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ট্রলি ব্যাগে কার দেহ রয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷ মৃতদেহের টুকরোগুলো সম্পূর্ণ পচে গিয়েছিল বলেও জানায় পুলিশ। দেহের গলায় অবশ্য একটি মালা পরানো ছিল। ট্রলি ব্যাগটি জাতীয় সড়কের পাশের ঝোপের মধ্যে ফেলে দেওয়া হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পরে কুকুর ব্যাগটিকে মাঠের দিকে টেনে নিয়ে যেতে পারে বলেও অনুমান পুলিশের। আপাতত স্পষ্ট করে কিছু অবশ্য বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা ৷ ঘটনাস্থল থেকে ফরেনসিক দল নুমনা সংগ্রহ করেছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, ফরেনসিক দল-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ করেছে।

ABOUT THE AUTHOR

...view details