পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Body of UP Couple Recovered : উত্তরপ্রদেশে গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - UP Couple Mysterious Dead

উত্তরপ্রদেশে গাছ থেকে এক নাবালিকা এবং তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার (Teenage Couple Hanging Body Recovered) ৷ সোমবার সন্ধ্যার ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতদের পরিবার (UP Body Recovered) ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করেছে ৷

Teenage Couple Hanging Body Recovered in Sant Kabir Nagar of Uttar Pradesh
Teenage Couple Hanging Body Recovered in Sant Kabir Nagar of Uttar Pradesh

By

Published : Sep 20, 2022, 8:44 AM IST

Updated : Sep 20, 2022, 8:56 AM IST

সন্ত কবীর নগর (উত্তরপ্রদেশ), 20 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে 18 বছরের এক তরুণ এবং 15 বছরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য (Teenage Couple Hanging Body Recovered) ৷ সন্ত কবীর নগরের রামপুর গ্রামে সোমবার সন্ধ্যায় একটি গাছ থেকে এই 2 জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (UP Body Recovered) ৷ যে ঘটনায় মৃত দু’জনের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে ৷

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই নাবালিকা এবং তরুণের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ তাঁদের মোবাইল ফোনও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৷ তবে, পুলিশ এখনই খুন না আত্মহত্যা তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷ দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে এলেই এ নিয়ে স্পষ্টভাবে কিছু বলা যাবে ৷ ঘটনায় সন্ত কবীর নগরের পুলিশ সুপার সোনাম কুমার জানিয়েছেন, পুলিশ তাদের তদন্ত শুরু করেছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে (Unnatural Death) ৷

আরও পড়ুন:ট্যাংরায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

প্রসঙ্গত, একদিন আগেই লখিমপুর খেরিতে দুই নাবালিকা বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি গাছ থেকে ৷ পুলিশি তদন্তে দেখা যায়, ওই দুই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনার রেষ কাটার আগেই উত্তরপ্রদেশে একইরকমের একটি ঘটনা সামনে এসেছে ৷

Last Updated : Sep 20, 2022, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details