বালিয়া, 23 অক্টোবর : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2017 সালে 312টি সিটে জিতে ক্ষমতায় আসা যোগীর এখন অন্যতম মাথাব্যথা 'নারী-সুরক্ষা' ৷ তারমধ্যেই ফের একবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল সে রাজ্যে ৷
আরও পড়ুন : Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার
জানা গিয়েছে, নারহি গ্রামের 17 বছর বয়সী একটি মেয়েকে বারাণসীতে অপহরণ করা হয়েছিল ৷ এক যুবক নয় মাসেরও বেশি সময় ধরে তাকে ধর্ষণ করেছে বলে পুলিশ শনিবার জানিয়েছে ৷ শুক্রবারই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতা কিশোরী পুলিশকে বিবৃতি দিয়ে জানিয়েছে, 16 জানুয়ারি অভিযুক্তরা তাকে বারাণসীতে অপহরণ করেছিল এবং যেখানে তাকে বেশ কয়েকবার ধর্ষণও করা হয় ।