পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lucknow Rape Case: লখনউয়ের অভিজাত এলাকায় ছাত্রীকে 'ধর্ষণ' ! অভিযুক্ত ইনস্টাগ্রামের বন্ধু - Instagram friend allegedly

পুলিশ জানিয়েছে ছাত্রীর সঙ্গে বছর কুড়ির ওই যুবকের ইনস্টাগ্রামে পরিচয় হয় । কিন্তু কিছুদিন আগে ছাত্রী নিজের বন্ধু তালিকা থেকে যুবককে বাদ দিয়ে দেয় (Instagram friend allegedly raped teen in a posh area in Lucknow ) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 19, 2022, 8:51 AM IST

লখনউ,19 অক্টোবর: আবারও ধর্ষণের অভিযোগ লখনউ শহরে । মাত্র 48 ঘণ্টা আগে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে অটোচালক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে । এবার এক যুবকের 'লালসার শিকার' হল সপ্তম শ্রেণির ছাত্রী । অভিযোগ ছাত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় বছর কুড়ির ওই যুবকের (Instagram friend allegedly raped teen in a posh area in Lucknow ) । কিন্তু কিছুদিন আগে ছাত্রী যুবককে নিজের বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেয় । এরপরই উঠল ধর্ষণের অভিযোগ । অভিযুক্ত যুবকের বাড়়ি কানপুরে । সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে ।

সূত্রের খবর লখনউয়ের অভিজাত লোহিয়া পার্ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে । পুলিশের অনুমান, কানপুর থেকে লখনউ এসে ওই যুবক ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে তাকে লোহিয়া পার্কে ডেকে পাঠায় । এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন কাণ্ড ঘটিয়ে কানপুরে ফিরে গিয়েছিল সে। লখনউয়ের গোমতি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে কানপুর থেকেই তাকে গ্রেফতার করা হয়।

লখনউয়ের বাসিন্দাদের কাছে এই লোহিয়া পার্ক সুরক্ষিত জায়গা বলেই পরিচিত । সেখানে এই ধরনের ঘটনায় স্বভাবতই প্রশাসনের চিন্তা বাড়িয়েছে । জানা গিয়েছে যুবক কর্মসূত্রে গুজরাতে থাকত । তার সঙ্গে তরুণীর সামাজিক মাধ্যমে আলাপ হয় । লখনউ পুলিশের এসএসপি অভিষেক যাদবের দাবি, জেরায় অভিযুক্ত অপরাধ স্বীকার করে নিয়েছে ।

আরও পড়ুন:স্যুটকেসে মিলল মহিলার নগ্ন দেহ, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য

ABOUT THE AUTHOR

...view details