লখনউ,19 অক্টোবর: আবারও ধর্ষণের অভিযোগ লখনউ শহরে । মাত্র 48 ঘণ্টা আগে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে অটোচালক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে । এবার এক যুবকের 'লালসার শিকার' হল সপ্তম শ্রেণির ছাত্রী । অভিযোগ ছাত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় বছর কুড়ির ওই যুবকের (Instagram friend allegedly raped teen in a posh area in Lucknow ) । কিন্তু কিছুদিন আগে ছাত্রী যুবককে নিজের বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেয় । এরপরই উঠল ধর্ষণের অভিযোগ । অভিযুক্ত যুবকের বাড়়ি কানপুরে । সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে ।
সূত্রের খবর লখনউয়ের অভিজাত লোহিয়া পার্ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে । পুলিশের অনুমান, কানপুর থেকে লখনউ এসে ওই যুবক ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে তাকে লোহিয়া পার্কে ডেকে পাঠায় । এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন কাণ্ড ঘটিয়ে কানপুরে ফিরে গিয়েছিল সে। লখনউয়ের গোমতি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে কানপুর থেকেই তাকে গ্রেফতার করা হয়।