দিল্লি, 7 নভেম্বর : কোরোনার প্রকোপ বাড়তেই বাড়ি বসেই সারতে হয়েছে যাবতীয় কাজ ৷ অফিসের কাজ, জরুরি মিটিং, পড়াশোনা এমনকী বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে ভার্চুয়ালি ৷ মানুষ আরও টেকনোলজি নির্ভর হয়ে উঠছে ৷ তাই কোরোনা পরবর্তী বিশ্বে প্রযুক্তি আরও বড় ভূমিকা নিতে চলেছে ৷ IIT দিল্লির 51তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
IIT দিল্লির 51তম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, "কোরোনা প্যানডেমিক বিশ্বে অনেক পরিবর্তন নিয়ে এসেছে ৷ কোরোনা পরবর্তী বিশ্বে অনেক বদল এসেছে ৷ এই পরিস্থিতিতে প্রযুক্তির সবচেয়ে বড় ভূমিকা হতে চলেছে ৷ বছরের প্রথমদিকে কেউ ভাবনি যে মিটিং, পরীক্ষা, সমাবর্তন অনুষ্ঠান ভার্চুয়ালি হতে পারে ৷ ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্কিং রিয়েলিটির জায়গা নিতে চলেছে ৷"