দুবাই, 24 অক্টোবর : রবিবাসরীয় দুবাইয়ের সব পথ গিয়ে মিশবে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৷ খাতায়-কলমে বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মরুশহরের উত্তাপ যে অনেকটা বেড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আগামিকাল নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে বাবর আজমের দলের কাছে অগ্নিপরীক্ষা ৷ যদিও শেষ পর্যন্ত 'টেকনিক্যালি' পাকিস্তানকেই খানিকটা এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি ৷
আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল
"হৃদয় চাইছে ভারত জিতুক, কিন্তু মাথা বলছে পাকিস্তান", বলছেন মনোজ ৷ এই অবস্থানে থাকা মনোজ যদিও বলছেন, "ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় স্নায়ুর লড়াই । ফলে আমাদের মতো ক্রিকেটাররা সবসময় চাইবে দিনের শেষে ক্রিকেটটাই জিতুক ৷" পিছিয়ে আছে বলেই বাবর আজম, হাসান আলিরা জিততে মরিয়া থাকবে ৷