ময়নাগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য কি বেলাইন হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Accident) ? প্রাথমিক তদন্তে অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw comments on Maynaguri Train Accident) ৷ শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমোহনী পৌঁছে যান তিনি (Ashwini Vaishnaw Maynaguri Visit) ৷ রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল ৷ বেশ কয়েকবার কথা বলেন সাংবাদিকদের সঙ্গে ৷
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি অন্যতম কারণ হতে পারে ৷ প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, ইঞ্জিনের কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল ৷ তবে সেটা ঠিক কী এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ তার জন্য আরও বিস্তারিত তদন্ত দরকার ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনের বিভিন্ন অংশ খুলে তা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা ৷ তারপরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ রেলমন্ত্রীর আশা, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী কয়েক দিনের মধ্যেই পেশ করবেন তদন্তকারীরা ৷ একইসঙ্গে, দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গৌহাটি এক্সপ্রেসে রেলের সমস্ত সুরক্ষাবিধি ঠিক মতো মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে ৷