পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Effect On Schools : স্কুলছুটদের স্কুলে ফেরাতে দাসপুরে শুরু ‘দুয়ারে রেজিস্ট্রেশন’ - রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে ছাত্র-ছাত্রীদের বাড়িতে স্কুলের শিক্ষকরা

কোভিড আবহে বেড়েছে স্কুলছুটের সংখ্যা ৷ জেলার গ্রামীণ এলাকায় এই সমস্যা প্রবল ৷ করোনা আবহে মাসের পর মাস বন্ধ ছিল সেই সব স্কুল ৷ এদিকে, রোজগার খুইয়ে বিপাকে পড়েছিল পরিবারগুলিও ৷ এই দুইয়ের মেলবন্ধনেই কপাল পুড়েছে এখানকার পড়ুয়াদের ৷ অধিকাংশ ছাত্রছাত্রীরই চিরতরে পড়াশোনার পাট চুকে গিয়েছে ৷ তাদের শিক্ষার মূলস্রোতে ফেরাতেই 'দুয়ারে রেজিস্ট্রেশন' পদ্ধতি অবলম্বন করল দাসপুরের বিভিন্ন স্কুল ।

Covid Effect On Schools
স্কুলছুটদের স্কুলে ফেরাতে দাসপুরে শুরু ‘দুয়ারে রেজিস্ট্রেশন’

By

Published : Nov 20, 2021, 10:43 PM IST

দাসপুর, 20 নভেম্বর : করোনা আবহে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার পাট চুকিয়েছে জেলার গ্রামীণ এলাকার অধিকাংশ পড়ুয়া ৷ বাড়ির বড়রা যখন কাজ খুইয়ে সমস্যায় পড়েছেন, ঠিক তখনই তাঁদের দিকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই ছাত্রছাত্রীরা ৷ স্কুল খুললেও কি পড়াশোনায় ফেরানো যাবে স্কুলছুট পড়ুয়াদের ? এই সমস্যার সমাধান করতেই এবার 'দুয়ারে রেজিস্ট্রেশন' পদ্ধতি অবলম্বন করল দাসপুরের বিভিন্ন স্কুল ।

রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে ছাত্র-ছাত্রীদের বাড়িতে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরা । দীর্ঘক্ষণ ছাত্র-ছাত্রীদের বাড়িতে বসে তাদের বাবা-মার সঙ্গে কথা বলে স্কুলে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিলাপ করাচ্ছেন শিক্ষকেরা । প্রায় দু'দিন ধরে চলছে এই ধরনের স্কুলের কর্মসূচী । যদিও সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে এখনও সময় লাগবে বলে জানাচ্ছেন শিক্ষকরা ।

সাধারণত ছাত্রছাত্রীরাই স্কুলে এসে রেজিস্ট্রেশন করে ৷ কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হাটসড়বেড়িয়া ডঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনে হঠাৎ এই উল্টো ছবি কেন ? জানা গিয়েছে, করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল ৷ আর তাই ক্লাস নাইন-টেনের বেশিরভাগ ছেলে পড়াশোনা বাদ দিয়ে তারা অন্য কাজে যুক্ত হয়ে গিয়েছে । কেউ ভিন রাজ্যে কাজে চলে গিয়েছে , কেউ আবার এলাকায় মোটর মেকানিক বা অন্য কাজ শিখতে ব্যস্ত । এমনকি 16 তারিখ স্কুল খোলার খবরই জানা নেই অনেকের ।

আরও পড়ুন : Covid Effect On Schools : স্কুল খুললেও কি ফিরবে স্কুলছুটরা ?

নবম ও একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চলছে এসময়, তাতেই দেখা যায় নবম শ্রেণির 113 জন ছাত্রছাত্রীর মধ্যে 21 জন এখনও রেজিষ্ট্রেশন করেনি ৷ অন্যদিকে একাদশ শ্রেণিতেও এখনও রেজিষ্ট্রেশন করেনি অনেকে । জানা গিয়েছে, স্কুলের রেজিস্ট্রেশনের জন্য যে অর্থের প্রয়োজন সেটাও দেবেন স্কুলের শিক্ষকরাই । কিন্তু এভাবে কি পড়াশোনায় ফেরানো যাবে তাদের ? স্কুলসূত্রে জানা গিয়েছে, কয়েকজন ছাত্রীর বিয়ে হলেও , দুয়ারে রেজিষ্ট্রেশন করে তাদের স্কুলমুখী করা গিয়েছে ৷ গত দু'দিনেও বেশ কয়েকজন ছাত্রছাত্রী রেজিষ্ট্রেশন করেছে ।

ABOUT THE AUTHOR

...view details