পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শৌচালয় অপরিষ্কার থাকায় স্কুল পড়ুয়াদের হাতে গরম তেল ঢেলে শাস্তি! বরখাস্ত 3 শিক্ষিকা - স্কুল পড়ুয়ার হাতে গরম তেল ঢালার অভিযোগ

Teachers burnt children hands in Kondagaon: শৌচালয় নোংরা রাখার অপরাধে স্কুল পড়ুয়ার হাতে গরম তেল ঢালার অভিযোগ তিন শিক্ষিকার বিরুদ্ধে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 1:24 PM IST

কোন্ডাগাঁও, 9 ডিসেম্বর: শৌচালয় অপরিষ্কার রাখার অপরাধে 25 স্কুল পড়ুয়ার হাতে গরম তেল ঢালার অভিযোগ উঠল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ৷ ছত্তিশগড়ের কোন্ডাগাঁঁওয়ের মাকাড়ি ব্লকে এই ঘটনায় অভিযোগ ওঠা তিন শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ ৷ তাঁদের দাবি, শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুল পড়ুয়ারাই গরম তেল একে অপরের হাত ঢেলে দিয়েছে ৷

জানা গিয়েছে, কেরাওয়াহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি প্রি-সেকেন্ডারি স্কুলে এক পড়ুয়ার ভুলের জন্য শাস্তি পেতে হয়েছে 25 জন পড়ুয়াকে ৷ জানা গিয়েছে 7 ডিসেম্বর স্কুল শুরু হওয়ার পর এক পড়ুয়া শৌচালয়ে মলত্যাগ করে চারিদিক নোংরা করে রাখে ৷ বাথরুম নোংরা দেখার পর স্কুল মনিটর পড়ুয়াদের কাছে জানতে চান, কে করেছে ৷ কিন্তু কেউ উত্তর না দেওয়ায় 25 জন পড়ুয়ার হাতে ফুটন্ত তেল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় বেশ কিছু শিশুর হাত পুড়েও গিয়েছে বলে জানা যায় ৷

এই ঘটনা জানার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পড়ুয়াদের অভিভাবকরা ৷ স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয় ৷ অভিভাবকদের অভিযোগ, "ছোট ছোট শিশুদের হাত গরম তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছেন স্কুল শিক্ষিকা ৷ শিশুদের হাতে ফোস্কা পড়ে গিয়েছে ৷ দোষী কে তা জেনে চরম শাস্তি দিতে হবে ৷" এরপরেই স্কুলে পড়ুয়ারা আদৌ নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা ৷

স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, "পড়ুয়ারা প্রায় সময়ই শৌচালয় নোংরা করে রাখে ৷ বারবার বারণ করা সত্ত্বেও তারা শোনেনি ৷ এদিন স্কুলের কিছু পড়ুয়া ওই পড়ুয়াদের হাতে গরম তেল ঢেলে শাস্তি দেয় ৷" ব্লক এডুকেশন অফিসার রাজু সাহু বলেন, "এই খবর জানতে পেরেই স্কুলে ছুটে যাই আমরা ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে ঝাড়ুদার দামারুরামকে বরখাস্ত করা হয়েছে স্কুল থেকে ৷ ডিস্ট্রিক এডুকেশন অফিসার চিঠি পাঠিয়ে বরখাস্ত করেছেন জোহরি মারকাম, পুনম ঠাকুর, মিতালি বার্মা নামে তিন শিক্ষিকাকে ৷ এই ঘটনা সামনে আসার পরেই জেলা স্তর এবং ব্লক স্তরের আধিকারিকরা স্কুলে পৌঁছান। চাইল্ড প্রোটেকশন ইউনিট ও চাইল্ডলাইনের কর্মীরাও স্কুলে যান। শিশুদের স্কুলে চিকিৎসা করা হয়েছে এবং তাদের পরিবারের বয়ান নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন:

1. পড়শি রাজ্যে সাইবার প্রতারণায় পাকিস্তানি যোগ, গ্রেফতার 3

2.তৈরি হত জন্মদিনের মোমবাতি ও আতশবাজি, বাজি কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু 7 জনের

3.আগামী সোমবার 370 বাতিল নিয়ে মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details