পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jamshedpur Student: স্কুলে পোশাক খুলিয়ে তল্লাশি, অপমানে গায়ে আগুন নবম শ্রেণির ছাত্রীর - স্কুলে পোশাক খুলে তল্লাশির অভিযোগ

নকল করছে এই সন্দেহে নবম এক ছাত্রীর পোশাক খুলিয়ে তল্লাশির অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে (teacher took off girl clothes in Jamshedpur) ৷ অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা ছাত্রীর (Student sets herself on fire in Jamshedpur) ৷

ETV Bharat
Jamshedpur news

By

Published : Oct 14, 2022, 10:56 PM IST

জামশেদপুর, 14 অক্টোবর: ঝাড়খণ্ডের জামশেদপুরে শুক্রবার বিচলিত করার মতো এক ঘটনা ঘটেছে ৷ এখানকার ভুঁইয়াডিহ ছায়ানগর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী স্কুলে অপমানিত হওয়ার জেরে গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হওয়ায় চেষ্টা করে ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময় নকল করছে এই সন্দেহে ওই ছাত্রীর পোশাক খুলে তার তল্লাশি করেন এক শিক্ষক ৷ অভিযোগ, অপমানে এর পরেই বাড়িতে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় ওই নাবালিকা ৷ ওই স্কুল পড়ুয়ায় শরীরের 80 শতাংশই পুড়ে গিয়েছে (Student sets herself on fire in Jamshedpur) ৷

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে সারদামনি স্কুলে ৷ নাবালিকার অভিভাবকরা জানিয়েছেন, নবম শ্রেণির ওই পড়ুয়া শুক্রবার দুপুরে স্কুলে পরীক্ষা দিতে যায় ৷ পরীক্ষা চলাকালীন শিক্ষিকার সন্দেহ হয় সে নকল করছে ৷ এরপরেই পাশের একটি ঘরে নিয়ে গিয়ে পোশাক খুলিয়ে তাকে তল্লাশি করা হয় (teacher took off girl clothes in Jamshedpur) ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডের তুষারধসে মৃত বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার

এই ঘটনার পর মনমরা হয়ে বাড়ি ফেরে ওই নাবালিকা ৷ এরপরেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় সে ৷ পরে তার এক সহপাঠীর কথায় গোটা ঘটনা জানা যায় ৷ অভিযুক্ত শিক্ষিকার নাম চন্দ্রা ৷ তিনি কেন ওই ছাত্রীর পোশাক খুলে তল্লাশি চালালেন সেই প্রশ্ন উঠছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details