পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Teacher fell in love with Student: ছাত্রকে যৌন সম্পর্কের প্রস্তাব শিক্ষিকার! অভিযোগ দায়ের - ছাত্রের সঙ্গে প্রেম

ছাত্রের সঙ্গে প্রেম ও শারিরীক সম্পর্ক জোর করে করতে চান স্কুলের শিক্ষিকা ৷ থানায় শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 4:09 PM IST

কানপুর, 12 অক্টোবর: শিক্ষক-শিক্ষিকার প্রেমে পড়েন অনেক ছাত্র-ছাত্রী ৷ তবে এবার উত্তর প্রদেশের কানপুরে যে ঘটনা ঘটেছে তা চমকে দেওয়ার মতো ৷ ক্যান্টন থানা এলাকার এক ছাত্র অভিযোগ করেছে যে, স্কুলের শিক্ষকা তাঁকে অশ্লীল মেসেজ পাঠান ৷ আরও অভিযোগ করেছে যে ওই শিক্ষিকা, ছাত্রের সঙ্গে প্রেম ও যৌন সম্পর্ক স্থাপন করার জন্য জোর করছে ৷ এরপরেই ছাত্রটি পরিবারকে বিষয়টি জানায় ৷ জানা গিয়েছে ওই ছাত্র দশম শ্রেণীতে পড়ে ৷ বেসরকারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের বাবা ক্যান্ট থানা এলাকায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু রেছে পুলিশ ৷

ছাত্রের বাবা অভিযোগ করে আরও জানান, ওই শিক্ষিকার স্বামী ও ভাইও ছেলের স্কুলে চাকরি করেন। পুরো বিষয়টি নিয়ে ক্যান্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি প্রায় 2 থেকে 3 দিন আগের ঘটনা ৷ এ বিষয়ে প্রাপ্ত অভিযোগপত্রের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

এসিপি ক্যান্ট ব্রিজ নারায়ণ সিং জানিয়েছেন, ছাত্রের বাবা ক্যান্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। তদন্তে যা কিছু তথ্য সামনে আসবে তার ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ছাত্রের বাবা অভিযোগ পত্রে জানিয়েছেন যে, স্কুলের এক শিভিকা তাঁর ছেলেকে প্রেম ও শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছেন। শিক্ষিকা ছাত্রকে অশ্লীল বার্তা পাঠান। যৌন সম্পর্কের পাশাপাশি ওই শিক্ষক ছাত্রকে ধর্ম পরিবর্তনের জন্যও চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন পড়ুয়ার বাবা। ছাত্রের বাবা বলেন, এ বিষয়ে শিক্ষিকার সঙ্গে কথা বললে তিনি পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন: রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল ! নতুন তারিখ জানাল কমিশন

একইসঙ্গে বিষয়টি শিক্ষিকার পরিবার পরিজনদের কাছেও পৌঁছেছে ৷ ছাত্রের বাবার অভিযোগ, শিক্ষিকার স্বামী ও ভাই তাঁদের বাড়ির সকলের খোঁজ নেন বলে জানতে পেরেছেন ৷ তাঁরা ছাত্রের বা পরিবারের কোনও ক্ষতি করতে পারে, সেই আশঙ্কা থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details