কানপুর, 12 অক্টোবর: শিক্ষক-শিক্ষিকার প্রেমে পড়েন অনেক ছাত্র-ছাত্রী ৷ তবে এবার উত্তর প্রদেশের কানপুরে যে ঘটনা ঘটেছে তা চমকে দেওয়ার মতো ৷ ক্যান্টন থানা এলাকার এক ছাত্র অভিযোগ করেছে যে, স্কুলের শিক্ষকা তাঁকে অশ্লীল মেসেজ পাঠান ৷ আরও অভিযোগ করেছে যে ওই শিক্ষিকা, ছাত্রের সঙ্গে প্রেম ও যৌন সম্পর্ক স্থাপন করার জন্য জোর করছে ৷ এরপরেই ছাত্রটি পরিবারকে বিষয়টি জানায় ৷ জানা গিয়েছে ওই ছাত্র দশম শ্রেণীতে পড়ে ৷ বেসরকারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের বাবা ক্যান্ট থানা এলাকায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু রেছে পুলিশ ৷
ছাত্রের বাবা অভিযোগ করে আরও জানান, ওই শিক্ষিকার স্বামী ও ভাইও ছেলের স্কুলে চাকরি করেন। পুরো বিষয়টি নিয়ে ক্যান্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি প্রায় 2 থেকে 3 দিন আগের ঘটনা ৷ এ বিষয়ে প্রাপ্ত অভিযোগপত্রের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
এসিপি ক্যান্ট ব্রিজ নারায়ণ সিং জানিয়েছেন, ছাত্রের বাবা ক্যান্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। তদন্তে যা কিছু তথ্য সামনে আসবে তার ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।