পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 1, 2022, 5:10 PM IST

ETV Bharat / bharat

Teacher Beaten By Students: পরীক্ষায় নম্বর কম পেয়ে শিক্ষককে গাছে বেঁধে পেটাল ছাত্ররা !

শিক্ষককে গাছে বেঁধে পেটানোর (Teacher Beaten By Students) অভিযোগ উঠল স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে ৷ ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকার (Dumka) ঘটনায় স্তম্ভিত শিক্ষা মহল ৷

Teacher Beaten By Students in Jharkhand over poor marks in exam
Teacher Beaten By Students: পরীক্ষায় নম্বর কম পেয়ে শিক্ষককে গাছে বেঁধে পেটাল ছাত্ররা !

দুমকা (ঝাড়খণ্ড), 1 সেপ্টেম্বর: পরীক্ষায় মিলেছে কম নম্বর ৷ আর সেই কারণেই স্কুলের শিক্ষককে গাছে বেঁধে পেটানোর (Teacher Beaten By Students) অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে ! ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka) জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে ৷ নাবালক স্কুলপড়ুয়াদের এমন আচরণে স্তম্ভিত শিক্ষা মহল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ছাত্রদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে, তারা কেউ স্কুলের পরীক্ষায় পাশ করতে পারেনি ৷ তাদের বক্তব্য, পরীক্ষায় কেন তাদের কম নম্বর দেওয়া হবে ! আর সেই কারণেই 'শিক্ষকদের শিক্ষা দিতে' এই কাণ্ড ঘটিয়েছে তারা ৷ ইতিমধ্য়েই এই ঘটনায় ওই ছাত্রদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাতে অভিযুক্ত 11 জন পড়ুয়া ছাড়াও স্কুলের প্রধান শিক্ষকেরও নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:উত্তর সিকিমে ধস, সেনার তৎপরতায় উদ্ধার 70 পর্যটক

স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বলেন, "ওই স্কুলের শিক্ষক সুমন কুমার এবং শিক্ষাকর্মী সোনিরাম চৌরের অভিযোগ, ছাত্ররা তাঁদের গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে ! প্রধান শিক্ষকের নির্দেশেই তারা এই কাণ্ড ঘটিয়েছে ! সেই কারণেই 11 জন পড়ুয়া ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷"

যেদিন এই ঘটনা ঘটে, সেদিনই ঘটনাস্থলে যান দুমকা শিক্ষা বিভাগের আধিকারিকরা ৷ ছাত্ররা তাঁদের জানায়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ছাত্রদের কম নম্বর দেওয়া হয়েছে ৷ কিন্তু, কীসের ভিত্তিতে এত কম নম্বর দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক, তিনি তার সদুত্তর দিতে পারেননি ৷ কিন্তু, তা বলে শিক্ষকে গাছে বেঁধে মার ! ছাত্রদের এমন উদ্ভট এবং নিন্দনীয় আচরণ করতে প্রধান শিক্ষকই উস্কানি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে ৷

এই প্রসঙ্গে ব্লক শিক্ষা আধিকারিকের বক্তব্য হল, "ঘটনার খবর পেয়েই আমরা সেখানে পৌঁছে যাই ৷ ওই স্কুলের সমস্ত শিক্ষকের সঙ্গে কথা বলি ৷ পড়ুয়াদের অভিযোগ, তাদের অত্যন্ত কম নম্বর দেওয়া হয়েছে ৷ কিন্তু, কেন এমনটা করা হয়েছে, তার কোনও জবাব তাদের দেওয়া হয়নি ৷" তবে, কারণ যাই হোক ৷ ছাত্রদের এমন আচরণে হতবাক হয়ে গিয়েছেন পুলিশ থেকে শুরু করে শিক্ষা আধিকারিকরা ৷ তাঁরা সকলেই মনে করছেন, শুধুমাত্র থানায় অভিযোগ দায়ের করে এই সমস্যার সমাধান সম্ভব নয় ৷ অভিযুক্ত পড়ুয়াদের কাউন্সেলিংয়ের পক্ষে সওয়াল করেছেন শিক্ষা মহলের একাংশও ৷

ABOUT THE AUTHOR

...view details