তিরুপতি, 1 মার্চ : তেলুগু দেসম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আটক করল পুলিশ । আজ সকালে তিনি চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন । সেই সময়েই রেনিগুন্টায় তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করা হয় । আটক করার প্রতিবাদে চন্দ্রবাবু নাইডু বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন ।
চিত্তুর ও তিরুপতিতে আজ চন্দ্রবাবু নাইডুর প্রতিবাদ কর্মসূচি ছিল । রেনিগুন্টা পুলিশের তরফে একটি নোটিস জারি করে বলা হয়, টিডিপি নেতার কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । পাশাপাশি, করোনার সংক্রমণ বৃদ্ধি এবং জনজীবন ব্যাহত হওয়ারও আশঙ্কার কথা বলা হয় নোটিসে । সেই কারণেই তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয় ।
আটক করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন চন্দ্রবাবু নাইডু । জানতে চান, গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে যাওয়ায় কোনও ভুল আছে কি না । কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে, তা তিনি সরাসরি কর্তৃপক্ষের থেকে জানার ইচ্ছাপ্রকাশ করেন । তিনি বিষয়টি নিয়ে চিত্তুর ডিস্ট্রিক্ট কালেক্টর এবং চিত্তুর ও তিরুপতির পুলিশ সুপারদের সঙ্গেও দেখা করবেন বলে জানান ।