পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Freshers Job : ক্যাম্পাস থেকে সরাসরি 40 হাজার নবীন কর্মী নিয়োগের সিদ্ধান্ত টিসিএসের

করোনাকালে যখন দেশজুড়ে কাজ হারানো মানুষের সংখ্যা বেড়ে চলেছে, দরজা বন্ধ হচ্ছে একের পর এক সংস্থার ৷ সেই সময় আশার আলো দেখাল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services, TCS) ৷ এ বছর সমগ্র দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা 40 হাজার নবীন (Fresher) কর্মী নিয়োগ করবে ৷

টাটা কনসালটেন্সি সার্ভিসেস
টাটা কনসালটেন্সি সার্ভিসেস

By

Published : Jul 10, 2021, 7:32 AM IST

মুম্বই, 10 জুলাই : চাকরি পাবে 40 হাজার তরুণ-তরুণী ৷ করোনাকালে এমন ঘোষণা বিশ্বাস না হলেও, 2021-22 অর্থবর্ষে দেশের সবচেয়ে বড় সফ্টওয়্য়ার এক্সপোর্টার (Largest Software exporter) টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (Tata Consultancy Services, TCS) এই বিশাল সংখ্য়ক নবীনদের (Fresher) চাকরি দেবে ৷

দেশের বিভিন্ন ক্যাম্পাস (Campus) থেকে তাঁদের বেছে নিয়ে নিয়োগ করার কথা শুক্রবার ঘোষণা করলেন সংস্থার এক উচ্চাধিকারিক (Top executive) ৷ এই বেসরকারি সংস্থায় 5 লক্ষেরও বেশি কর্মচারী কাজ করছেন ৷ গত বছরও একই ভাবে বিভিন্ন ক্যাম্পাস থেকে 40 হাজার জনকে নিয়োগ করা হয়েছিল ৷

আরও পড়ুন : সিংহভাগ ভারতীয়র মতে ডিজিটাল ওয়ালেটে কেনাকাটা সহজ, বলছে সমীক্ষা

কোভিড-কালে এই নিয়োগ প্রসঙ্গে সংস্থার বিশ্ব মানব সম্পদ বিভাগের প্রধান (Chief of Global Human Resources) মিলিন্দ লক্কড় (Milind Lakkad) জানালেন, এই নিয়োগের ক্ষেত্রে কোভিড প্যানডেমিক সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি তাঁদের ৷ গত বছর 3 কোটি 60 লক্ষ পরীক্ষার্থী ভার্চুয়ালি প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন ৷ তাই এ বছরেও নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "গত বছর ভারতের ক্য়াম্পাস থেকে আমরা 40 হাজার জনকে নিযুক্ত করেছিলাম ৷ এ বছর আমরা আরও আরও কর্মী নিয়োগ করার প্রক্রিয়া চালিয়ে যাব, 40 হাজার বা তার অধিকও হতে পারে ৷"

ক্যাম্পাস থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে হয় ৷ আর যখন কোনও বাণিজ্য়িক চুক্তিতে স্বাক্ষর করা হয়, সেটা এক মুহূর্তের (just-in-times) সিদ্ধান্ত নয় ৷ একটি প্রজেক্ট শুরুর তিন মাসেরও আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, জানালেন লক্কড় ৷

ABOUT THE AUTHOR

...view details