পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকায় কেন কর, 16টি টুইটে মমতাকে জবাব নির্মলার - টিকার দাম নিয়ন্ত্রণে রাখতেই কর জরুরি

করোনাকালে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের উপর থেকে সম্পূর্ণ কর প্রত্য়াহারের দাবি তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি ৷ তারই জবাবে রবিবার 16 টি টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর বক্তব্য়, করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷

taxation is important to keep vaccine price under control, Nirmala Sitharaman Explains after Mamata Banerjee sent letter
টিকার দাম নিয়ন্ত্রণে রাখতেই কর জরুরি, মমতার চিঠির জবাবে বার্তা নির্মলার

By

Published : May 9, 2021, 5:59 PM IST

Updated : May 9, 2021, 6:34 PM IST

নয়াদিল্লি, 9 মে :করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷ রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন তিনি ৷ করেছেন পর পর 16 টি টুইট ! প্রসঙ্গত, করোনা আবহে টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম কমাতে এই সবক’টির উপর থেকেই কর প্রত্য়াহারের দাবি জানিয়েছিলেন মমতা ৷

করোনা আবহে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং ওষুধের ওপর থেকে পণ্য পরিষেবা কর (জিএসটি) পুরোপুরি তুলে দেওয়া হলে আখেরে যে আমজনতারই ক্ষতি হবে, একের পর এক টুইটে তা বুঝিয়েছেন নির্মলা ৷ তিনি লিখেছেন, জিএসটি পুরোপুরি প্রত্য়াহার করে নেওয়া হলে ভারতীয় উৎপাদকরাই সমস্য়ায় পড়বেন ৷ কাঁচামাল ও পরিকাঠামোর জন্য তাঁদের যে কর দিতে হচ্ছে, তা ফেরত পেতে উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দেবেন তাঁরা ৷ যা বোঝা এসে পড়বে সাধারণ ক্রেতাদের ঘাড়ে ৷

এর পাশাপাশি নির্মলা জানিয়েছেন, মহামারির আবহে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বেশ কিছু ওষুধ এবং অন্যান্য় সামগ্রীর উপর থেকে আমদানি শুল্ক প্রত্য়াহার করে নেওয়া হয়েছে ৷ এছাড়া, রাজ্য়গুলির জন্য ইন্টিগ্রেটেড গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স বা আইজিএসটি-ও 70 শতাংশ কমানো হয়েছে ৷

উল্লেখ্য, করোনাকালে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের উপর থেকে সম্পূর্ণ কর প্রত্য়াহারের দাবি তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি ৷ সেই চিঠির জবাবই টুইটারে দেন নির্মলা ৷ রবিবারই পর পর 16 টি টুইট করেন তিনি ৷ এর মধ্যে একেবারে প্রথম টুইটটিতে মমতার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিটিও সর্বসমক্ষে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

আরও পড়ুন :আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

পোস্টে নির্মলা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে তিনবার চিঠি লিখেছেন মমতা ৷ তাতে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ উদ্বেগ প্রকাশ করেছেন অক্সিজেনের অভাব নিয়েও ৷ এছাড়া, করোনা মোকাবিলায় তাঁর রাজ্য়ে আংশিক লকডাউনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Last Updated : May 9, 2021, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details