নয়াদিল্লি, 9 মে :করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷ রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন তিনি ৷ করেছেন পর পর 16 টি টুইট ! প্রসঙ্গত, করোনা আবহে টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম কমাতে এই সবক’টির উপর থেকেই কর প্রত্য়াহারের দাবি জানিয়েছিলেন মমতা ৷
করোনা আবহে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং ওষুধের ওপর থেকে পণ্য পরিষেবা কর (জিএসটি) পুরোপুরি তুলে দেওয়া হলে আখেরে যে আমজনতারই ক্ষতি হবে, একের পর এক টুইটে তা বুঝিয়েছেন নির্মলা ৷ তিনি লিখেছেন, জিএসটি পুরোপুরি প্রত্য়াহার করে নেওয়া হলে ভারতীয় উৎপাদকরাই সমস্য়ায় পড়বেন ৷ কাঁচামাল ও পরিকাঠামোর জন্য তাঁদের যে কর দিতে হচ্ছে, তা ফেরত পেতে উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দেবেন তাঁরা ৷ যা বোঝা এসে পড়বে সাধারণ ক্রেতাদের ঘাড়ে ৷
এর পাশাপাশি নির্মলা জানিয়েছেন, মহামারির আবহে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বেশ কিছু ওষুধ এবং অন্যান্য় সামগ্রীর উপর থেকে আমদানি শুল্ক প্রত্য়াহার করে নেওয়া হয়েছে ৷ এছাড়া, রাজ্য়গুলির জন্য ইন্টিগ্রেটেড গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স বা আইজিএসটি-ও 70 শতাংশ কমানো হয়েছে ৷