দিল্লি, 2 নভেম্বর : কোরোনা ভাইরাস ও তার থেকে শুরু হওয়া লকডাউন কাজের পদ্ধতিই বদলে দিয়েছে । সংক্রমণের ভয়ে গত কয়েকমাস বাড়ি বসেই অফিসের কাজ সেরেছে সরকারি, বেসরকারি সংস্থার কর্মীরা । লকডাউন শিথিল হওয়ার পর সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে কর্মস্থলমুখী হয়েছে মানুষ । এক্ষেত্রে একটু আলাদা পলিসি নিয়েছে টাটা স্টিল । কর্মীদের জন্য সারাবছরই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছে এই সংস্থা ।
এই সংস্থায় 365 দিনই ওয়ার্ক ফ্রম হোম - tata steel work from home
একবছরের মধ্যে যতদিন চাইবেন বাড়ি থেকে কাজ সারতে পারবেন তাঁরা ।
1 নভেম্বর থেকে কার্যকর হয়েছে টাটা স্টিলের এই নতুন "অ্যাজাইল ওয়ার্কিং মডেল" । সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে । দেশের ইস্পাত তৈরি সংস্থার এই নতুন মডেলে সারা বছরই বাড়ি বসে কাজ করতে পারবেন কর্মীরা । এরজন্য অফিসে আসার প্রয়োজন হবে না তাদের । কর্মীদের বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে ট্রাস্ট ও আউটকাম বেসড ওয়ার্কিং কালচারের দিকে ঝুঁকেছে টাটা স্টিল । যেসব কর্মীদের লোকেশনে গিয়ে কাজ করতে হয় এখন থেকে তাঁরাও একবছরের মধ্যে যতদিন চাইবেন বাড়ি থেকে কাজ সারতে পারবেন ।
যদিও এই নিয়ম মাত্র একবছরের জন্যই কার্যকর থাকবে । বছরখানেক পর এর গ্রহণযোগ্যতা, ফিডব্যাকের রিভিউ করা হবে ।