নয়াদিল্লি, 8 অক্টোবর: এয়ার ইন্ডিয়া (Air India) যাচ্ছে টাটা গ্রুপের ঘরেই ৷ এ কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ 18,000 কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা সন্স (Tata Sons) ৷ 1953 সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রীয় বিমান সংস্থায় পরিণত হওয়ার 68 বছর পর আবারও মহারাজা ফিরে গেল তার প্রতিষ্ঠাতার কাছে ৷
ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তথা অসামরিক বিমান পরিবহণ দফতরের সচিব তুহিন পাণ্ডে আজ সাংবাদিক সম্মেলনে জানান, 18,000 কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়াকে কিনতে চলেছে টাটা গোষ্ঠী ৷ তুহিন পাণ্ডে বলেন, "টাটারাই সবচেয়ে বেশি 18,000 কোটি টাকা বিড করেছে ৷ 4 অক্টোবরের বৈঠকে তাদের দেওয়া দরে সম্মতি দেয় মন্ত্রিগোষ্ঠী ৷"
আরও পড়ুন:Air India : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফেরার অপেক্ষায় মহারাজা
চলতি বছরের অগস্ট পর্যন্ত এয়ার ইন্ডিয়ার কাঁধে চেপে রয়েছে 61,562 কোটি টাকার ঋণ ৷ এর মধ্যে 15,000 কোটি টাকার ঋণের দায়িত্ব নেবে টাটা সন্স ৷ এর অর্থ বেসরকারিকরণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাকি 46,262 কোটি টাকার ঋণ কেন্দ্রীয় সরকারের কাঁধে থাকবে ৷ সেটা কোম্পানির অ্যাসেট হোল্ডিং প্রপার্টির সঙ্গেই থাকবে ৷