নয়াদিল্লি, 27 জানুয়ারি : আজ মুম্বই থেকে পরিচালিত চারটি বিমানে চালু হল ‘বর্ধিত মিল পরিষেবা’ (Enhanced Meal Service) ৷ এই সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী ৷ দিনকয়েক আগেই জানা গিয়েছিল, কেন্দ্রীয় সরকার আজই এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করতে পারে ৷ তবে, আজ থেকেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলি টাটা গোষ্ঠীর ব্যানারে উড়বে না ।
জানা গিয়েছে, AI864 (মুম্বই-দিল্লি), AI687 (মুম্বই-দিল্লি), AI945 (মুম্বই-আবু ধাবি) এবং AI639 (মুম্বই-বেঙ্গালুরু) চারটি ফ্লাইটে এই পরিষেবা শুরু করা হল ৷
একটি নিলামে কেন্দ্রীয় সরকার গত বছরের 8 অক্টোবর এয়ার ইন্ডিয়াকে টেলেস প্রাইভেট লিমিটেড - টাটা গোষ্ঠীর একটি হোল্ডিং কোম্পানির কাছে প্রায় 18,000 কোটি টাকায় বিক্রি করেছিল ৷ কর্মকর্তারা জানিয়েছেন, হস্তান্তরের সব আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে । সরকারিভাবে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেলে এটি টাটা গোষ্ঠীর তৃতীয় এয়ারলাইন্স ব্র্যান্ড হবে ৷ এর আগে এয়ার এশিয়া ইন্ডিয়া এবং ভিস্তারাতেও শেয়ার কিনেছিল টাটারা ৷
আরও পড়ুন : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফেরার অপেক্ষায় মহারাজা
অন্যদিকে, পাইলটদের পাওনা টাকায় কাটছাঁট করা হতে পারে ৷ এই আশঙ্কায় দুটি এয়ারলাইন্স পাইলট ইউনিয়ন, ইন্ডিয়ান পাইলটস গিল্ড (Indian Pilots Guild) এবং ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (Indian Commercial Pilots Association) সোমবার এয়ার ইন্ডিয়ার সিএমডি বিক্রম দেব দত্তকে আইনি পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ৷