হায়দরাবাদ, 5 ডিসেম্বর : করোনা আবহের মধ্যে বছর দুয়েক ধরে কাটানো এ দেশের মানুষের মনে এখন ভাইরাস নিয়ে আতঙ্ক অনেকটাই কম ৷ তবে এর পাশাপাশি কোভিড নিয়মবিধি পালনে এসেছে শিথিলতা ৷ করোনা টিকাকরণ শুরু হওয়ার পর মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলা, স্যানিটাইজ়ার ব্যবহারের মতো অভ্যাসগুলিতেও ছেদ পড়েছে ৷ ট্রেনে বাসে বাদুড়ঝোলা ভিড় আর মাস্ক না পরেই পথে বেরোনো মানুষজনের ছবি সেটারই প্রমাণ ৷ তবে করোনা যে এখনও চলে যায়নি তা সাধারণ মানুষকে আরও একবার মনে করিয়ে দিয়েছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন ৷ বলছেন, টাটা ইনস্টিটিউট ফর জেনেটিকস এবং সোসাইটির ডিরেক্টর রাকেশ মিশ্র ৷
করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও করা হচ্ছিল ৷ তবে তৃতীয় ঢেউ আসার আগেই দেশের প্রতিটি মানুষকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার ৷ মানুষ যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই ওমিক্রন নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে ৷ ইতিমধ্যেই কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাতে ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ কেন্দ্র ও রাজ্যগুলি বিদেশ থেকে আগতদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ৷ মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলতেই বিদেশ থেকে আগত যাত্রীদের সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিনের কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার ৷
আরও পড়ুন : Omicron in India : কর্নাটক-গুজরাতের পর এবার মহারাষ্ট্রেও, ভারতে বাড়ছে ওমিক্রন আতঙ্ক