কলকাতা, 19 মার্চ : বাঙালি হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কেন কোনও সিনেমা তৈরি হল না ? শুক্রবার রাতে এই প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন ৷ তিনি এই নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই প্রশ্ন তোলেন (Taslima questions why no film made on the exodus of Bengali Hindus from Bangladesh) ৷
তসলিমার ওই টুইট অনুযায়ী, শুক্রবার রাতে তিনি বিবেক অগ্নিহোত্রীর তৈরি করা সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেন (Taslima Nasreen Watched Kashmir Files) ৷ তার পরই তাঁর মনে এই প্রশ্ন এসেছে ৷
গত 11 মার্চ কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার ঘটনা নিয়ে ওই সিনেমা রিলিজ করেছে ৷ তার পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ কারও দাবি, এতদিনে কাশ্মীরের আসল সত্যিটা কেউ সামনে আনল ৷ আবার অন্য পক্ষের দাবি, এই সিনেমায় দেখানো সবটা সত্যি নয় ৷