পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taslima Nasreen on Kashmir Files : হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কোনও সিনেমা নেই কেন, প্রশ্ন তসলিমার - Latest News on Taslima Nasreen

শুক্রবার রাতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেন তসলিমা নাসরিন (Taslima Nasreen Watched Kashmir Files) ৷ তার পরই লেখিকা টুইটারে প্রশ্ন তুললেন, বাঙালি হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কেন কোনও সিনেমা নেই (Taslima questions why no film made on the exodus of Bengali Hindus from Bangladesh) ?

taslima questions why no film made on the exodus of bengali hindus from bangladesh
Taslima Nasreen on Kashmir Files : হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কেন কোনও সিনেমা নেই, প্রশ্ন তুললেন তসলিমা

By

Published : Mar 19, 2022, 1:25 PM IST

কলকাতা, 19 মার্চ : বাঙালি হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কেন কোনও সিনেমা তৈরি হল না ? শুক্রবার রাতে এই প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন ৷ তিনি এই নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই প্রশ্ন তোলেন (Taslima questions why no film made on the exodus of Bengali Hindus from Bangladesh) ৷

তসলিমার ওই টুইট অনুযায়ী, শুক্রবার রাতে তিনি বিবেক অগ্নিহোত্রীর তৈরি করা সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেন (Taslima Nasreen Watched Kashmir Files) ৷ তার পরই তাঁর মনে এই প্রশ্ন এসেছে ৷

গত 11 মার্চ কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার ঘটনা নিয়ে ওই সিনেমা রিলিজ করেছে ৷ তার পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ কারও দাবি, এতদিনে কাশ্মীরের আসল সত্যিটা কেউ সামনে আনল ৷ আবার অন্য পক্ষের দাবি, এই সিনেমায় দেখানো সবটা সত্যি নয় ৷

তসলিমা অবশ্য কোনও পক্ষ নেননি ৷ তিনি টুইটারে লিখেছেন, ‘‘যদি এই গল্পটা একশো শতাংশ সত্যি হয়, কোনও কিছু অতিরঞ্জিত করা না হয়, কোনও অর্ধসত্য না বলা হয়, তাহলে একটা খুবই দুঃখের গল্প এবং কাশ্মীরি পণ্ডিতদের আবার কাশ্মীরে ফিরে গিয়ে বসবাসের অধিকার পাওয়া উচিত ৷’’

এর পরই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন ওই টুইটে ৷ লেখেন, ‘‘আমি বুঝতে পারি না কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের প্রস্থান নিয়ে কোনও সিনেমা তৈরি হল না ?’’

আরও পড়ুন :The Kashmir Files Controversy : বলিউডের নীরবতাকে পাত্তা দিচ্ছেন না, সিরিজের পরিকল্পনা পরিচালকের

ABOUT THE AUTHOR

...view details