কলকাতা, 15 অক্টোবর: হামাসের হামলার পালটা ইজরায়েলের যুদ্ধ ঘোষণায় অগ্নিগর্ভ প্যালেস্তাইন ৷ প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি এক সপ্তাহ অতিক্রান্ত ইতিমধ্যেই ৷ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যার প্রভাব ছড়িয়েছে সমগ্র বিশ্বেই ৷ এমতাবস্থায় প্যালেস্তাইনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন ৷ বাংলাদেশের নির্বাসিত লেখিকা জানালেন, যাঁরা প্যালেস্তাইনের দুর্দশায় এত ব্যথিত, নিজ দেশে সংখ্যালঘুদের করুণ পরিণতি নিয়েও তাঁদের সমান উদ্বিগ্ন হওয়া উচিৎ ৷
সমাজের যে কোনও স্তরে অনাচার কিংবা অন্যায়ের বিরুদ্ধে সবসময় মুক্তকণ্ঠ বাংলাদেশের এই লেখিকা ৷ যা বহুক্ষেত্রে প্রতিফলিত হয়েছে তাঁর বিভিন্ন লেখায় ৷ এর জন্য ফলও ভুগতে হয়েছে তাঁকে ৷ তসলিমার লেখা 'লজ্জা' মৌলবাদীদের কু-নজরে পড়ে আজও নিষিদ্ধ বাংলাদেশে, লেখিকা নিজেও নির্বাসিত ৷ পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে প্যালেস্তাইন-ইজরায়েল দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "শুনলাম বাংলাদেশি নাগরিকরা প্যালেস্তাইনে ঘটে চলা নৃশংসতা নিয়ে ভীষণ বিচলিত ৷ কেউ তো আবার প্যালেস্তাইনে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ৷ আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর কোনও জায়গায় হিংসার বিরোধী, তা সে ইজরায়েল হোক বা প্যালেস্তাইন ৷"
না-থেমে তসলিমা যোগ করেন, "সে যাইহোক ৷ আমি একটা বিষয় নিয়ে বলতে চাই যে আমার দেশজ নাগরিকরা প্যালেস্তাইনে উদ্বাস্তুদের উপর আক্রমণের ঘটনায় ভীষণই ব্যথিত ৷ দেশে সংখ্যালঘুরা বিপদে পড়লেও তাদের বিবেক জাগ্রত থাকা উচিৎ ৷" সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় স্থানে হামলার ঘটনা কিংবা ধর্মীয় সম্পত্তি নষ্টের ঘটনা শিরোনামে এসেছে বারংবার ৷ গত অগস্টে সে দেশে এক সংখ্যালঘু অশীতিপর কবিকে মারধরের ঘটনা ঘটে ৷