দিল্লি, 7 ফেব্রুয়ারি : তিকরি সীমানায় এবার আত্মঘাতী হলেন এক কৃষক। বিক্ষোভস্থলের কাছেই একটি বাসস্ট্যান্ডের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
দিল্লির কৃষক বিক্ষোভকে আরও উসকে দিল বিক্ষোভরত কৃষকের আত্মহত্যার ঘটনা। 52 বছরের কৃষক কর্মবীর একটি প্লাস্টিকের দড়ি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছেন। তাঁর দেহ নজরে আসার পর পুলিশকে খবর দেন স্থানীয়রা। অন্য়ান্য কৃষকরা জানিয়েছেন, তিনটি কন্যা কর্মবীরের।
পুলিশ জানিয়েছে, ''কৃষক কর্মবীর সিং জিন্দের বাসিন্দা। একটি পার্কের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে। তিকরি সীমানার দুকিলোমিটারের মধ্যেই রয়েছে ওই পার্ক।''