চেন্নাই, 14 জুন:তামিলনাড়ুরমুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বালাজির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তে নেমেছে ইডি ৷ তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। তাঁকে গ্রেফতার করা হয়। অর্থের বিনিময়ে চাকরি দেওয়া কাণ্ডে বালাজির বিরুদ্ধে ইডি তদন্তের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি ৷ সূত্রের খবর, বুধবার ভোরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷ সেখান থেকেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ ডিএমকে নেতা তথা তামিলনাডুর মন্ত্রী সেন্থিল বালাজির বাড়িতে ইডি অভিযানকে কেন্দ্র করে এখন তপ্ত জাতীয় রাজনীতি। চিঠি লিখে ঘটনার প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের ওমান্দুরার সরকারি হাসপাতালে বিদ্যুৎমন্ত্রীকে ভরতি করা হয়েছে ৷ সেখানে মোতায়েন করা হয়েছে র্যাফ ৷ বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে ডাক্তারি পরীক্ষার জন্য সেখানে আনা হয়েছে ৷ অর্থ পাচারের মামলায় ইডি তাঁকে গতকাল রাতে নিজেদের হেফাজতে নিয়েছিল। ডিএমকে রাজ্যসভার সাংসদ এন আর এলাঙ্গো ভি সেন্থিল বালাজিকে ইতিমধ্যেই দেখতে গিয়েছেন হাসপাতালে ৷ তিনি বলেন, "হাসপাতালে ভরতি করার সময় তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক গ্রেফতার। আমরা আইনিভাবে লড়াই করব ৷" পাশাপাশি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম এবং ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিনও ওমান্দুরার হাসপাতালে পৌঁছন সেন্থিল বালাজির সঙ্গে দেখা করতে ৷