সালেম, 28 মার্চ: বহুদিনের প্রচেষ্টায় হল স্বপ্নপূরণ ৷ সাধের বাইক কিনলেন তামিলনাড়ুর সালেমের যুবক ৷ তবে বাইক কেনার 2.6 লাখ (Tamil Nadu youth paid Rs 2 dot 6 lakh to buy a bike) টাকা তিনি জমিয়েছেন তিন বছর ধরে ৷ রোজ জমিয়েছেন এক টাকার কয়েন ৷ সেই বস্তাবোঝাই কয়েনই শোরুমে নিয়ে গিয়ে তিনি কিনেছেন স্বপ্নের কেতাদুরস্ত বাইক (Tamil nadu youth collects re 1 coins years buy dream bike)৷
এ যেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরির গল্প (youth paid Rs 2.6 lakh with Re 1 coins) ৷ সালেমের ভি বুবাথির বহু দিনের শখ একটি ভাল বাইক কেনার ৷ কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছিল না ৷ তাই তিনি ঠিক করেন, এক টাকা করেই জমাবেন বাইক কেনার অর্থ ৷ এ ভাবে টানা তিন বছর ধরে নিজের সঞ্চিত এক টাকার কয়েন দিয়ে 2.6 লাখ টাকার ঝাঁ চকচকে বাজাজ ডোমিনার কিনে ফেললেন তিনি ৷ শোরুমে সেই কয়েনের বস্তা টেনে নিয়ে যান বুবাথি ৷