তুতিকোরিন, 14 মে : সোরকালিঙ্গাপুরমের পেচিয়াম্মালের দাম্পত্য জীবনের স্থায়িত্ব মাত্র 15 দিনের ৷ 20 বছর বয়সে তাঁর বিয়ে হয় তুতিকোরিনের মুদিভাইথানেন্থাল শিভা পিলাইয়ের সঙ্গে ৷ কয়েকদিনের মাথাতেই স্বামী মারা যান ৷ তারপর থেকেই মেয়েকে নিয়ে একার সংসার ৷ যদিও এখন তিনি আর ‘পেচিয়াম্মাল’ নন, তাঁর নতুন পরিচয় ‘মুথু’ (Tamil Nadu Woman changes her identity to defend Social Obstacle) ৷
স্বামী না থাকায় বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল পেচিয়াম্মালকে ৷ যৌন ঈঙ্গিতও এসেছে বহুবার ৷ সেসব থেকে বাঁচতে নিজেকেই বদলে ফেলেছেন তিনি ৷ তুতিকোরিনে ফিরে এসে আর মহিলাদের মতো সাজপোশাক নয়, পেচিয়াম্মাল থুড়ি মুথু এখন পরেন ভেস্টি শার্ট ৷ ছোট করে চুল কেটে তিনি এখন পুরোদস্তুর ‘মর্দ’ ৷ গত 30 বছর ধরে এভাবেই দিন গুজরান করছেন তিনি ৷
তাঁকে দেখে মুথুর পেছনে লুকিয়ে থাকা পেরিয়াম্মালকে খুঁজে পাওয়া দুষ্কর ৷ ফলে যৌন ঈঙ্গিত থেকে কুমন্তব্য, ইতি পড়েছে সমস্ত কিছুতেই ৷ বরং আশেপাশের লোকেরা তাঁকে ডাকে 'আন্নাছি' বলে ৷ স্থানীয় ভাষায় যার অর্থ বড় ভাই ৷ চা-পরোটার দোকানে কাজ করা মুথুকে তাঁর গ্রামে বলা হয় 'মুথু মাস্টার' ৷