কোয়েম্বাটুর (তামিলনাড়ু), 24 অক্টোবর: গাড়ি বিস্ফোরণে (Coimbatore Explosion) 25 বছরের যুবকের মৃত্যুর পর তামিলনাড়ু (Tamil Nadu) পুলিশ আরও সতর্ক হয়ে গিয়েছে ৷ ওই রাজ্যের উক্কাডামে (Ukkadam) শনিবার এই গাড়ি বিস্ফোরণটি হয় ৷
ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে জসীম মুবিন নামে এক যুবকের ৷ উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের (Kottai Easwaran Temple) কাছে বিস্ফোরণ ঘটে ৷ গাড়িতে রাখা সিলিন্ডার থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের আগুনে সম্পূর্ণ পুড়ে যায় জসীমের দেহ ৷ পরে পুলিশ অন্য উপায়ে দেহ সনাক্ত করে ৷
এর পরই কোয়েম্বাটুর পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ৷ তামিলনাড়ু পুলিশের ডিজি সি শৈলেন্দ্র বাবু (Tamil Nadu DGP C Sylendra Babu) রবিবারই কোয়েম্বাটুর পৌঁছান ৷ সেখানে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ স্পেশাল সেলের ছ’জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে তদন্তের জন্য ৷ ডিজি জানিয়েছেন, পুলিশের চেক পোস্ট এড়িয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়েই বিস্ফোরণ হয়েছে ৷