ভিলুপ্পুরম (তামিলনাড়ু), 7 জুন: মন্দির বন্ধ করে দিল প্রশাসন ৷ প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে ৷ নেপথ্যে অস্পৃশ্যতা ৷ ছুঁৎমার্গ নিয়ে দুই সম্প্রদায়ের দর্শনার্থীদের মধ্যে ঝামেলা লাগে ৷ এই ঘটনায় কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি না-হয়, তাই এমন কড়া পদক্ষেপ ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিলুপ্পুরম জেলার একটি হিন্দু মন্দিরে ৷
ভিলুপ্পুরম জেলার রেভিনিউ কমিশনার রবিচন্দ্রন মন্দির বন্ধের নির্দেশ দিয়েছেন ৷ মেলপাঠি গ্রামে রয়েছে ধরমারাজা দ্রৌপদী আম্মান মন্দির ৷ এখানে দুই সম্প্রদায়ের মধ্যে গোলমাল বাঁধে ৷ যেখানে একটি সম্প্রদায়ের দাপট এখানে বেশি ৷ আর অন্য়টি দলিত ৷ মন্দিরে ঢোকা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ আর তার জেরেই বুধবার থেকে মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করে দিল জেলা প্রশাসন ৷
মন্দিরের সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ৷ এর সঙ্গে রয়েছে কড়া পুলিশি প্রহরা ৷ মন্দিরের প্রবেশদ্বারে একটি নোটিশ সাঁটিয়ে দিয়েছে প্রশাসন ৷ তাতে জানানো হয়েছে, মন্দিরে পুজো করা নিয়ে দু'টি শ্রেণির মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়েছে ৷ এর প্রভাবে গ্রামের পরিস্থিতি অন্যরকম হয়ে উঠেছে ৷ এতে আইন ও শৃঙ্খলার অবনতি হতে পারে ৷ এই দিক বিবেচনা করে যতক্ষণ না কোনও সমাধানসূত্র মিলছে, দুই শ্রেণির কাউকেই মন্দিরের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না ৷