চেন্নাই, 15 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) রাজ্যে তদন্তের জন্য দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করে নিল তামিলনাড়ু সরকার । দক্ষিণের এই রাজ্য ছাড়াও দেশের 9টি রাজ্য সিবিআই তদন্তের বিষয়ে জেনারেল কনসেন্ট অর্থাৎ সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷
বিরোধী নেতাদের চুপ করানোর জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপির নেতৃত্বাধীন সরকার অপব্যবহার করছে । দুর্নীতি নিয়ে রাজ্যে ইডির তৎপরতা বৃদ্ধির পর কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছিল তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে ৷ এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ জেনারেল কনসেন্ট প্রত্যাহারের ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন ওই রাজ্যে কোনও তদন্ত করার আগে তামিলনাড়ু সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ।
তামিলনাড়ু দশম ভারতীয় রাজ্য, যারা রাজ্যে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করল ৷ এই তালিকায় থাকা বাকি নয়টি রাজ্য, যারা কোনও মামলার সিবিআই তদন্তের জন্য তাদের সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে তারা হল, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কেরল, মেঘালয়, মিজোরাম, পঞ্জাব, রাজস্থান, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গ ।
সিবিআই দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট (DPSEA) দ্বারা নিয়ন্ত্রিত হয় । এই আইন সিবিআইকে দিল্লি পুলিশের একটি বিশেষ শাখায় পরিণত করে এবং তার ফলে এর মূল এক্তিয়ার দিল্লিতে সীমাবদ্ধ । অন্যান্য বিষয়গুলির জন্য, যে রাজ্য সরকারের আঞ্চলিক ক্ষেত্রের এক্তিয়ারে তদন্ত করতে হবে, সংশ্লিষ্ট সেই সরকারের সম্মতি প্রয়োজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷