চেন্নাই, 20 মার্চ:বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে নয়া প্রকল্প শুরু করছে তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) ৷ যার নাম দেওয়া হয়েছে 'মাগালির উরিমাই' (Magalir Urimai) ৷ বাংলায় তর্জমা করলে হয় 'নারী অধিকার প্রকল্প' ৷ এর আওতায় প্রত্যেক মাসে গৃকর্ত্রীরা পাবেন 1 হাজার টাকা ৷ সোমবার রাজ্য়ের অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ 2023-24 অর্থবর্ষের জন্য ঘোষিত বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে (এদিনই রাজ্য বাজেট পেশ করা হয় ৷) ৷ যা কার্যকর হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে ৷ সরকার পক্ষের বক্তব্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য়ের অসংখ্য মহিলা উপকৃত হবেন ৷ এই খাতে খরচের জন্য 2023-24 অর্থবর্ষের বাজেটে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
ওয়াকিবহাল মহল বলছে, ভোট ব্য়াংকের কথা মাথায় রেখেই এই জনমোহিনী প্রকল্প শুরু করছে এম কে স্ট্যালিনের সরকার ৷ দক্ষিণী এই রাজ্য়ে মোট ভোটারের অর্ধেকের বেশিই মহিলা ৷ অঙ্কের হিসাবে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা হল, যথাক্রমে- 3 কোটি 4 লক্ষ 89 হাজার 866 এবং 3 কোটি 15 লক্ষ 43 হাজার 286 ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প চালু হলে মহিলা ভোটারের একটা বড় অংশই ডিএমকের দিকে ঝুঁকে যাবে ৷ ফলে শাসকের ভোটব্যাংক আরও পোক্ত হবে ৷