পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dispute Over Missing Goats: ছাগল চুরি নিয়ে ঝামেলা, গুলি করে খুন কৃষককে - ছাগল

ছাগল নিখোঁজ (Dispute Over Missing Goats) নিয়ে ঝামেলার জেরে গুলি করে খুন করা হল এক কৃষককে (Farmer Shot Dead)৷ তামিলনাড়ুর (Tamil Nadu) মেট্টুপালায়মের ঘটনা ৷

Tamil Nadu: Farmer Shot Dead In Dispute Over Missing Goats
ছাগল চুরি নিয়ে ঝামেলা, গুলি করে খুন কৃষককে

By

Published : Oct 9, 2022, 8:06 PM IST

তামিলনাড়ু, 9 অক্টোবর:ছাগল নিখোঁজ হওয়া নিয়ে রক্তারক্তি কাণ্ড তামিলনাড়ুতে (Dispute Over Missing Goats)৷ কৃষিজমি থেকে ছাগল চুরি যাওয়ায় প্রথমে বাগ-বিতণ্ডা, তারপর চলল গুলি ৷ 58 বছরের এক কৃষককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল মেট্টুপালায়মে (Farmer Shot Dead)৷

রবিবার ভোররাতের ঘটনা (Tamil Nadu)৷ পুলিশ জানিয়েছে, মানধারাইক্কাদু এলাকা থেকে শনিবার সন্ধেয় চিন্নাস্বামীর কয়েকটি ছাগল হারিয়ে যায় ৷ ফলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ চিন্নাস্বামীর এক আত্মীয় 28 বছরের রণজিৎ কুমারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ৷ তিনিই গ্রামের অনেকের ছাগল চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করা হয় ৷

চিন্নাস্বামী তাঁর বাড়ির পাশ দিয়ে রণজিৎকে যেতে দেখলে তিনি সঙ্গে সঙ্গে তাঁকে পাকরাও করেন ৷ ছাগল চুরির অভিযোগ তোলায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে ৷ রণজিৎ বারবার বলতে থাকেন যে তিনি ছাগল চুরি করেননি, তবু তাঁর কথা বিশ্বাস না করে তাঁকে চিন্নাস্বামী মারধর করতে থাকেন বলে অভিযোগ ৷ রণজিৎ কোনওক্রমে সেই সময় এলাকা থেকে গা ঢাকা দেন ৷ এরপর মাঝরাতে তিনি একটি দেশি পিস্তল নিয়ে এসে চিন্নাস্বামীকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চিন্নাস্বামীর ৷

আরও পড়ুন:প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন ব্যবসায়ী

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ রণজিৎ কুমারকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর কাছ থেকে ঘাতক পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details