চেন্নাই, 1 মার্চ : করোনা সংক্রমণ বেড়েই চলেছে তামিলনাড়ুতে । এই পরিস্থিতিতে 31 মার্চ পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে সেই রাজ্যে । করোনা সংক্রান্ত যাবতীয় বিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন । অফিস, দোকান এবং শিল্প ও বাণিজ্যক্ষেত্রগুলি নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা যাবে ।
নিয়ম ভাঙলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থার নিদান দিয়েছে তামিলনাড়ু সরকার । মাইক্রো লেভেল কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াকড়ি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও পৌর প্রশাসনকে ।
বাইরে বেরোলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । শারীরিক দূরত্ববিধিও কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে ।
বিমান পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা থাকছে । অত্যাবশ্যক পরিষেবা ছাড়া আন্তর্জাতিক বিমান পরিবহন আপাতত বন্ধ থাকছে তামিলনাড়ুতে ।