চেন্নাই, 8 এপ্রিল:অপর দক্ষিণী রাজ্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পথে হাঁটলেন না তামিলনাড়ুর প্রশাসনিক প্রধান এম কে স্ট্যালিন ৷ শনিবার চেন্নাই বিমানবন্দরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ৷ পরবর্তীতে মোদির সঙ্গে একই অনুষ্ঠানমঞ্চেও উপস্থিত থাকলেন তিনি ৷
শনিবার প্রথমে তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদ পৌঁছন মোদি ৷ কিন্তু, সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না কেসিআর ৷ পরবর্তীতে সেকেন্দ্রাবাদ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচি সারেন মোদি ৷ কিন্তু, কোথাওই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি ৷ এরপর সরাসরি চেন্নাই পৌঁছন মোদি ৷ কিন্তু, এখানকার আবহাওয়া ছিল তুলনামূলক শান্ত ও সৌহার্দ্যপূর্ণ ৷
বিমানবন্দরেই মোদি ও স্ট্যালিন পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ে করেন ৷ এদিন চেন্নাই বিমানবন্দরে নয়া টার্মিনালের উদ্বোধন করেন মোদি ৷ স্ট্য়ালিন নিজে তাঁকে সমস্তটা ঘুরিয়ে দেখান ৷ তাঁর এই আচরণ নিঃসন্দেহে রাজনৈতিক মহলের নজর কেড়েছে ৷ কারণ, কিছুদিন আগেই কলকাতায় গিয়ে দেশের অন্যতম প্রধান মোদিবিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠক করে এসেছেন স্ট্য়ালিন ৷ এমনকী, দক্ষিণ ভারতের মানুষের উপর জোরজবরদস্তি হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সরবও হয়েছেন ৷ কিন্তু, শনিবার মোদির প্রতি যে আতিথেয়তা দেখালেন তিনি, তাতে সেই বিরোধিতার লেশমাত্র ছিল না ৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তাঁর কর্তব্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
আরও পড়ুন:হায়দরাবাদ সফরে এসে বন্দে ভারতের উদ্বোধন মোদির
সেই হিসাবে দেখতে গেলে, একই দায়িত্ব বা কর্তব্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের উপরেও বর্তায় ৷ কিন্তু, তিনি সেই দায়িত্ব পালন করেননি ! বিষয়টি যে প্রধানমন্ত্রী নিজেও ভালোভাবে নেননি, তা তাঁর ভাষণেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এদিন হায়দরাবাদে রেলের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ সেই সময়েই রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ অভিযোগের সুরে বলেন, রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে ৷ যে মঞ্চ থেকে মোদি এই মন্তব্য করেন, সেই সময় সেই একই মঞ্চে বসে ছিলেন তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দারাজন ৷