পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tallest Shiv Statue: উদয়পুরে আজ উদ্বোধন বিশ্বের উচ্চতম শিব মূর্তির - tallest shiva statue in Rajasthan

রাজস্থানের নাথদ্বারায় তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তি ৷ উচ্চতা 369 ফুট (Tallest Shiv Statue In Nathdwara) ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও উপস্থিত থাকবেন (Rajasthan CM Ashok Gehlot) ৷

tallest-shiv-statue-in-nathdwara-vishwas-swaroopam-unveiling-dignitaries-including-morari-bapu-and-cm-ashok-gehlot-will-be-present
Tallest Shiv Statue: উদয়পুরে আজ উদ্বোধন বিশ্বের উচ্চতম শিব মূর্তির

By

Published : Oct 29, 2022, 2:11 PM IST

উদয়পুর (রাজস্থান), 29 অক্টোবর: রাজস্থানের নাথদ্বারায় বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তির (Nathdwara Vishwas Swaroopam) উদ্বোধনের প্রক্রিয়া আজ থেকে শুরু হবে ৷ এই শিবমূর্তির উচ্চতা 369 ফুট (Tallest Shiv Statue In Nathdwara) ৷ এই মূর্তি উদ্বোধনের জন্য ন’দিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে সামিল হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও (Rajasthan CM Ashok Gehlot) ৷ এছাড়াও আরও অনেকে উপস্থিত থাকবেন ৷ সঙ্গে রামকথা মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ সেই কারণে সেখানে পৌঁছে গিয়েছেন সন্ত মুরারী বাপু নাথদ্বারা ৷

বিশ্বের উচ্চতম শিব মূর্তি

51 বিঘা জমির উপর তৈরি এই মূর্তিতে শিব ধ্যানের মুদ্রায় রয়েছেন ৷ 20 কিলোমিটার দূর থেকে এই মূর্তি দেখা যাচ্ছে ৷ রাতেও স্পষ্ট দেখা যায় ওই মূর্তি ৷ কারণ, বিশেষ আলোর ব্যবস্থা করে তা মূর্তির উপর ফেলা হয় রাতে ৷ তাই দৃশ্যমান হন ‘ভগবান শিব’ ৷ এই শিব মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বাস স্বরূপম (Vishvas Swarupam) ৷ 10 বছর ধরে এই মূর্তি তৈরি হয়েছে ৷ মূর্তি তৈরিতে 3 হাজার টন স্টিল ও লোহা লেগেছে ৷ এছাড়া ব্যবহার করা হয়েছে আড়াই লক্ষ টন কংক্রিট ও বালি ৷

বিশ্বের উচ্চতম শিব মূর্তি

এই মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ঘণ্টায় 250 কিলোমিটার বেগে হাওয়া চললেও কোনও ক্ষতি না হয় ৷ তাছাড়া বৃষ্টি ও রোদ থেকে বাঁচাতে মূর্তিতে জিঙ্কের আস্তরণ দেওয়া হয়েছে ৷ মূর্তিটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায় ৷ মূর্তি পর্যন্ত পৌঁছতে লিফট, সিঁড়ি তৈরি করা হয়েছে ৷ ভক্তদের জন্য হল বানানো হয়েছে সেখানে ৷ মূর্তির একেবারে উপরে যাওয়ার জন্য চারটে লিফট ও তিনটে সিঁড়ি ব্যবহার করতে হবে ৷

বিশ্বের উচ্চতম শিব মূর্তি

আজ, বিকেল চারটে নাগাদ উদ্বোধন (Vishwas Swarupam Unveiling) ৷ সেই উপলক্ষ্যে নাথুদ্বারায় দেশ-বিদেশের অনেক ভক্ত সমাগম হয়েছে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী দুপুর 2টো নাগাদ পৌঁছবেন উদয়পুর বিমানবন্দরে ৷ সেখান থেকে হেলিকপ্টারে তিনি সেখানে যাবেন ৷ অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি জোশী, বিজেপির (BJP) রাজ্য সভাপতি ড. সতীশ পুনিয়া, যোগগুরু বাবা রামদেব-সহ অনেকে ৷

বিশ্বের উচ্চতম শিব মূর্তি

আরও পড়ুন:একসঙ্গে 15টি ছবি আঁকছেন কিশোরী, ভিডিয়ো শেয়ার করলেন অভিভূত আনন্দ মহিন্দ্রা

ABOUT THE AUTHOR

...view details