নয়াদিল্লি, 16 মে: বিজেপিকে দুরমুশ করে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যা রাহুল গান্ধির দলকে প্রয়োজনীয় অক্সিজেন দিয়েছে ৷ কিন্তু গোল বেঁধেছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ৷ ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ৷ আবার দৌড়ে রয়েছেন কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারও ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছে কংগ্রেস ৷ সূত্রের খবর, ওই বৈঠকেই চূড়ান্ত হবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷
এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে শুরু হয়েছে বৈঠক ৷ সেই বৈঠকে উপস্থিত থাকার কথা কর্ণাটকের সমস্ত বিধায়কের ৷ সিদ্দারামাইয়া আগেই নয়াদিল্লি চলে এসেছেন ৷ এ দিন সকালেই বেঙ্গালুরু থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ডি কে শিবকুমার ৷ ইতিমধ্যেই খাড়গের বাড়িতে পৌঁছেছেন রাহুল গান্ধি ৷ বৈঠকে সোনিয়া ও প্রিয়াঙ্কা উপস্থিত থাকবেন কি না, সেটা স্পষ্ট হয়নি এখনও ৷
সূত্রের খবর, নয়াদিল্লিতে আগেই এসে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন সিদ্দারামাইয়া ৷ তবে তিনি খাড়গের সঙ্গে এখনও বৈঠক করেননি ৷ সোমবার শিবকুমারের আসার কথা ছিল ৷ কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় তিনি আসেননি ৷ তবে সোমবার রাতে তাঁর ভাই তথা কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ সভাপতি খাড়গের সঙ্গে একদফা বৈঠক সেরে ফেলেছেন ৷ তবে মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন ৷
শিবকুমার বলেন, ‘‘কংগ্রেস আমার কাছে মায়ের মতো ৷ ঈশ্বর ও মা সবসময় জানেন যে সন্তানকে কী দেওয়া উচিত ৷ আমি মন্দিরে যাচ্ছি আমার ভগবানের সঙ্গে দেখা করতে ৷ আমি একাই যাচ্ছি ৷ সাধারণ সম্পাদক আমাকে একাই ডেকেছেন ৷ তাই আমি একাই দিল্লি যাচ্ছি ৷’’