মুম্বই, 10 মে: এই মুহূর্তে দেশে জাতীয় স্তরে শক্তিশালী বিরোধী দলগুলির জোট দরকার, আর তার কাজ খুব শিগগিরি শুরু হবে, জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷ ইতিমধ্যে এ নিয়ে তিনি এনসিপি-র শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করেছেন ৷
সম্প্রতি বিধানসভা নির্বাচনে অসম, কেরালা আর তামিলনাড়ুতে ভালো ফল করলেও পশ্চিমবঙ্গে একটাও আসন জেতেনি এই দল ৷ তাই এই দলকে চাঙ্গা করতে হবে আর এই বিরোধী জোটে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, জানিয়ে তিনি বলেন, "কংগ্রেস ছাড়া বিরোধী দলের জোট সম্পূর্ণ হতে পারে না ৷ মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি (এমভিএ)-ও তিনটি ভিন্ন মতাদর্শের দল নিয়ে তৈরি (শিবসেনা, এনসিপি, কংগ্রেস) ৷ সর্বসম্মতিক্রমে তাঁর নেতা হয়েছেন উদ্ধব ঠাকরে ৷ এই আদর্শ জোট খুব ভালো কাজ করছে ৷"