পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 10, 2021, 6:54 AM IST

ETV Bharat / bharat

দেশে বিরোধী জোট প্রয়োজন, কংগ্রেস ছাড়া তা সম্ভব নয়, জানালেন সঞ্জয় রাউত

দেশে এই মুহূর্তে জাতীয় স্তরে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের জোট প্রয়োজন ৷ কথা হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে ৷ এই জোটে কংগ্রেসের অবস্থান খুব জরুরি, জানালেন শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত ৷

শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত
শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত

মুম্বই, 10 মে: এই মুহূর্তে দেশে জাতীয় স্তরে শক্তিশালী বিরোধী দলগুলির জোট দরকার, আর তার কাজ খুব শিগগিরি শুরু হবে, জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷ ইতিমধ্যে এ নিয়ে তিনি এনসিপি-র শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করেছেন ৷

সম্প্রতি বিধানসভা নির্বাচনে অসম, কেরালা আর তামিলনাড়ুতে ভালো ফল করলেও পশ্চিমবঙ্গে একটাও আসন জেতেনি এই দল ৷ তাই এই দলকে চাঙ্গা করতে হবে আর এই বিরোধী জোটে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, জানিয়ে তিনি বলেন, "কংগ্রেস ছাড়া বিরোধী দলের জোট সম্পূর্ণ হতে পারে না ৷ মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি (এমভিএ)-ও তিনটি ভিন্ন মতাদর্শের দল নিয়ে তৈরি (শিবসেনা, এনসিপি, কংগ্রেস) ৷ সর্বসম্মতিক্রমে তাঁর নেতা হয়েছেন উদ্ধব ঠাকরে ৷ এই আদর্শ জোট খুব ভালো কাজ করছে ৷"

আরো পড়ুন: ফ্রন্ট লাইন ওয়ার্কারদের নতুন তালিকা ছত্তিশগড়ে, পাবেন টিকাকরণে অগ্রাধিকার

এনসিপি নেতা শরদ পাওয়ার মুম্বইতে রয়েছেন, তাই আর কিছু দিনের মধ্যেই দল তৈরির প্রস্তুতি নেওয়া হবে বলে জানালেন রাজ্যসভার সদস্য রাউত ৷

আর দেবেন্দ্র ফড়নবিশ কেন্দ্রের কাছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে নালিশ করেছেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবারই মহারাষ্ট্রে কোভিডের প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম কতটা মজুত আছে সে নিয়ে আলোচনা করেছেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ আর মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি খুব ভালো ভাবেই সামলাচ্ছেন তার প্রশংসাও করেছেন, জানিয়েছেন সঞ্জয় ৷

ABOUT THE AUTHOR

...view details