পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Talibani Punishment: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর - গণপিটুনি

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ইঙ্গোরিয়া থানা এলাকায় এক যুবককে তালিবান প্রথায় শাস্তি দেওয়া হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Brutally torture video goes viral in Social Media) ৷

Talibani Punishment in Madhya Pradesh
ETV Bharat

By

Published : Nov 11, 2022, 7:54 PM IST

উজ্জয়িনী, 11 নভেম্বর: যুবক নাকি চুরি করেছে ৷ তাই তাকে বেধড়ক মারধর করা হল ৷ আর সেই সেই নৃশংস ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ইঙ্গোরিয়া থানা এলাকায় (Ingoria police station) ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে মিলে অভিযুক্ত চোরকে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে দিয়েছে ৷ তারপর তাকে লাঠি দিয়ে পেটানো চলছে নির্বিচারে ৷ ঠিক যেন তালিবানি শাস্তি ৷ কোনও ক্ষমা নেই (Video viral of beating a youth over theft allegation) ৷

পরে ওই অভিযুক্তের কাছাকাছি থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে ৷ ইঙ্গোরিয়া থানার ইন-চার্জ স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন ৷ তদন্ত শেষ হলে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, এই ভিডিয়োটি 8-10 দিনের পুরনো ৷ উজ্জয়িনীর বড়নগর তহসিলের সিজাওয়াতা গ্রামের ৷ যাকে বেঁধে মারা হচ্ছিল, সে ব্যক্তি ঢোল বাজিয়ে রোজগার করে বেড়ায় ৷ আর যে তাঁকে মারধর করছিল, তার নাম অর্জুন ৷ অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল ৷ অর্জুন এ নিয়ে পুলিশে খবর না-দিয়ে নিজেই অভিযুক্তকে নৃশংসভাবে মারধর শুরু করে দেয় ৷ পরে ওই অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়ে যায় ৷

মধ্যযুগীয় বর্বরতা !

আরও পড়ুন: চোর সন্দেহে গণধোলাই, অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

সত্য়ি চুরি হয়েছিল নাকি দু'জনের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে, নাকি অন্য কোনও ঝামেলা, পুলিশ এবার মামলার তদন্তে নেমেছে ৷ তবে পুলিশ নাকি তড়িঘড়ি পদক্ষেপ করেনি, এমন অভিযোগও উঠেছে ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, যে ব্যক্তি ভিডিয়োটি তুলেছেন, তিনি-ই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ তাতে কান দেয়নি (police took cognizance of viral video) ৷

ইঙ্গোরিয়া থানার আধিকারিক পৃথ্বী সিং খলাটে বলেন, "আমরা ভিডিয়োর কথা জানি না ৷ তদন্তের পর দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷" তিনি জানান 4 নভেম্বর অভিযোগ জমা পড়েছে ৷ অর্জুন মোংগিয়া এবং সঞ্জয় জাট- দু'জন আলাদা করে অভিযোগ করেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details