পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Afghanistan Unrest : শীঘ্রই সরকার গঠনের ঘোষণা, জানাল তালিবান

আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা যে তালিবান শীঘ্রই করবে রবিবার তা জানালেন তালিবান মুখপাত্র জ়াবিউল্লা মুজাহিদ (Zabiullah Mujahid) ৷ এই নিয়ে কাবুলে কয়েকজন নেতার সঙ্গে তালিবানের কথাও হয়েছে ৷

শীঘ্রই সরকার গঠনের ঘোষণা তালিবানের, জানাল মুজাহিদ
শীঘ্রই সরকার গঠনের ঘোষণা তালিবানের, জানাল মুজাহিদ

By

Published : Aug 22, 2021, 11:10 PM IST

কাবুল, 22 অগস্ট : দেশের রাজধানী দখলের সপ্তাহ খানেকের মধ্যে সরকার গঠনের দিন ঘোষণার কথা জানাল তালিবান ৷ শীঘ্রই যে তাঁরা বিশেষ দিনটির কথা ঘোষণা করবেন রবিবার তা জানালেন তালিবান মুখপাত্র জ়াবিউল্লা মুজাহিদ (Zabiullah Mujahid) ৷ নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য আফগান নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি ৷

টোলো নিউজের (Tolo News) একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুজাহিদ বলেছেন, "কাবুলে নেতাদের সঙ্গে আমাদের রাজনৈতিক আধিকারিকদের কথা চলছে ৷ তাঁদের মতামত জরুরি ৷ কথাবার্তা চলছে ৷ তাড়াতাড়িই নতুন সরকার গঠনের কথা ঘোষণা করা হবে ৷" তালিবানের আর এক হেভিওয়েট মুল্লা আব্দুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar) শনিবারই কাবুল পৌঁছেছেন ৷ এই আলোচনায় অংশগ্রহণের জন্য তাঁর কাবুল আগমন ৷ শনিবারই হামিদ কারজ়াই (Hamid Karzai) এবং আবদুল্লাহ আবদুল্লাহর (Abdullah Abdullah) মতো কয়েকজন নেতার সঙ্গে এই নিয়ে তালিবানের কথাও হয়েছে ৷

এরই মধ্যে আবার আফগানিস্তানের শেষ তালিবানমুক্ত প্রদেশ পঞ্জশিরে প্রাক্তন আফগান প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমেদ মাসুদের (Ahmad Massoud) নেতৃত্বে তালিবান বিরোধী শক্তি ক্রমশ বাড়ছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে ৷ বিশ্লেষকরা মনে করছেন, পঞ্জশিরে যদি তালিবান পূর্ণ মাত্রায় আক্রমণ চালায়, তাহলে তালিবান-বিরোধী যোদ্ধারা লড়াই চালিয়ে যাবেন ৷ রাজধানী-সহ দেশের অন্যান্য প্রদেশে যেমনটা হয়েছিল তেমনটা এখানে নাও হতে পারে ৷

খুব সহজেই যে তালিবান এই প্রদেশ দখল করতে পারবে তা মনে করছেন না অনেকেই ৷ প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ের (Sorbonne University in Paris) আফগান বিশেষজ্ঞ গিলস ডোরনসোরোর (Afghan specialist Gilles Dorronsoro) মতও অনেকটা তাই ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-কে তিনি বলেন, "এই মুহূর্তে প্রতিরোধ কেবল মৌখিক, কারণ তালিবান এখনও পঞ্জশিরে প্রবেশের চেষ্টা করেনি ।" তবে পঞ্জশির ধরে রাখা আহমেদ মাসুদের একার পক্ষে সম্ভব নয় বলেও মনে করছেন অনেকেই ৷ কারণ তাঁদের যুক্তি, তালিবান চারদিক থেকে পঞ্জশির ঘিরে রেখেছে ৷ মাসুদ তা কয়েক মাসের বেশি প্রতিরোধ করতে পারবে না । কারণ এই মুহূর্তে তার কোনও শক্তিশালী সমর্থন নেই ৷

আরও পড়ুন : Afghanistan: দেশ ছাড়তে হুড়োহুড়ি দেখে তালিবানের গুলি, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত 7

ABOUT THE AUTHOR

...view details