পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Looking Back Covid 19: 'পৃথিবী বদলে গেছে...'! প্যানডেমিক ঘোষণার তিন বছর আজ

আজ 11 মার্চ ৷ তারিখটা ভুলে যাওয়ার কথা নয় কারও ৷ আজ থেকেই বদলাতে শুরু করেছিল মানুষের জীবন ৷ চিনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায় ৷ স্তব্ধ হয়েছিল জীবন ৷ আজ অতিমারি ঘোষণার তিন বছর (Covid Pandemic 3 years) ৷

Covid 19
কোভিড 19

By

Published : Mar 11, 2023, 8:35 AM IST

Updated : Mar 11, 2023, 10:23 AM IST

নয়াদিল্লি, 11 মার্চ: আজকের তারিখটা গ্রহটাকে বদলে দিয়েছিল ৷ আজকের ডিজিটাল বিশ্বের জন্য অনেকাংশে দায়ী 2020 সালের 11 মার্চ ৷ এদিনই কোভিড-19-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'অতিমারি' ঘোষণা করেছিল ৷ খালি চোখে দেখা যায় না এমন একটি অদৃশ্য ভাইরাস, এক মানুষ থেকে অন্য মানুষের দেহে দ্রুত ছড়িয়ে পড়ছিল ৷ গ্রহের ব্যস্ততার ছবিটা পালটে গিয়েছিল ৷ স্তব্ধ হয়েছিল শহর থেকে দেশ-মহাদেশ-দুনিয়া ৷ আজ তার তিন বছর ৷ 2019 সালের ডিসেম্বরে প্রথম জানা যায়, মধ্য চিনের উহান শহরে হুয়ানান সি-ফুড মার্কেটে একের পর এক মানুষের অজানা জ্বর হচ্ছে ৷ সঙ্গে শ্বাসকষ্ট । গা-হাত-পায়ে ব্যথা ৷ কিন্তু চিন এসব আড়ালে রেখেছিল ৷ সার্ক-কোভ-2 সেই রহস্য প্রকাশ করে দিল ৷

হু প্রধান টেড্রস আধানম (Tedros Adhanom Ghebreyesus) জানালেন কোভিড-19 নামক এই ভাইরাস হানা দিয়েছে ৷ 114টি দেশে 1 লক্ষ 18 হাজার মানুষ আক্রান্ত ৷ এই হিসেবের 90 শতাংশেরও বেশি রোগী দুটি দেশের- চিন ও দক্ষিণ কোরিয়া ৷ এর আগে 2020 সালেরই 12 জানুয়ারি চিন কোভিড-19 ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স (genetic sequence of COVID-19) প্রকাশ করেছিল ৷ আর ঠিক একদিন আগে করোনাভাইরাসের আক্রমণে চিনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ৷ মৃতের নাম,পরিচয় কিছুই প্রকাশ করেনি চিন ৷ শুধু জানা গিয়েছিল তাঁর বয়স 61 বছর ৷ তাঁর মৃত্যুর সঙ্গে উহানের ওই সি-ফুড মার্কেটের একটা যোগ ছিল ৷ ওই বাজারে নানা ধরনের সামুদ্রিক প্রাণীর মাংস বিক্রি হত ৷

30 জানুয়ারি, 2020 ৷ ভারতে প্রথম কোভিড-19 সংক্রমিত রোগীর সন্ধান মিলল ৷ নেচার পত্রিকায় প্রকাশতি রিপোর্ট অনুযায়ী, 27 জানুয়ারি এক তরুণী সর্দি-কাশি, গলা ব্যথা নিয়ে কেরলের ত্রিশূরে স্থানীয় একটি হাসপাতালে যান ৷ জ্বর বা শ্বাসকষ্ট ছিল না 20 বছর বয়সি ওই তরুণীর ৷ তিনি চিনের উহান থেকে ভারতের কেরলে এসেছিলেন 23 জানুয়ারি ৷ 23 থেকে 26 জানুয়ারি সময় পর্যন্ত তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি ৷ তিনি হুনানান সিফুড মার্কেটে যাননি, কোনও করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংস্পর্শে এসেছিলেন কি না, তাও নিশ্চিত বলতে পারেননি ৷ শুধু সেখানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া জ্বর থেকে শুরু করে শ্বাসকষ্টের লক্ষণগুলি তাঁর মনে ছিল ৷ 30 জানুয়ারি জানা গেল তিনি করোনা আক্রান্ত প্রথম ভারতীয় ৷ সঙ্গে সঙ্গে আইসোলেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এর পরেরটা ইতিহাস ৷ একের পর এক পরিবর্তন ৷ করোনার তৃতীয় বর্ষপূর্তি আসার আগে বিশ্বে এই রোগে প্রায় 70 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: কোভিডের উৎস চিন ? দেশের সংবাদমাধ্যমের রিপোর্ট এড়িয়ে গেল মার্কিন প্রশাসন

প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দুনিয়ায় ৷ ভারতেও ৷ কোথাও ঢেউয়ের সংখ্যা আরও বেশি । 2020 সালের, 24 মার্চ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করলেন ৷ যা এর আগে কেউ শোনেনি, দেখেনি ৷ মানুষ এবার ঘরবন্দি ৷ বেরনো যাবে না ৷ এভাবেই এল 'সোশ্যাল ডিসট্যান্স' অর্থাৎ সামাজিক দূরত্ব বজায়ের ধারণা ৷ একজন মানুষকে আরেকজনের থেকে দূরে থাকতেই হবে ৷ কিন্তু কাজকর্ম ? তাও বন্ধ ৷ ব্যস্ত রাস্তা, দোকান, গমগমে বাজার- সব শূন্য ৷ বিক্রিবাট্টায় টান পড়ল ৷ মানুষের রোজগার বন্ধ হল ৷ দেশজুড়ে বহু মানুষের চাকরি গেল ৷ অন্য রাজ্যে থাকা শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য ছুটোছুটি করছে ৷ অস্থায়ী ঘর ছেড়ে পরিযায়ী শ্রমিকেরা রাস্তায় হাঁটতে শুরু করল ৷ সুনসান রাস্তার দু'পাশ দিয়ে তখন শুধু মাথায় বোঝা, সন্তানের হাত ধরে নিয়ে চলা মানুষের মিছিল ৷ তাঁরা হাঁটছে ৷ হাঁটতে হাঁটতেই রাস্তায় শেষ হল অনেক প্রাণ ৷ ক্লান্ত হয়ে রেললাইনে ঘুমিয়ে থাকা শ্রমিকের উপর দিয়ে চলে গেল ট্রেন ৷ লাইনের ধারে সাক্ষী রইল শুকনো রুটি ৷ দেশের পেটে টান পড়ল।

বহু সংস্থা কাজ চালাতে নতুন পদ্ধতি বের করল ৷ বাড়ি থেকে কাজ করুন কর্মীরা ৷ অফিসে আসতে হবে না ৷ শুরু হল 'ওয়ার্ক ফ্রম হোম' ৷ বাজারে যাওয়া যাবে না, তাহলে খাবার মিলবে কী করে ? হাতের কাছে অ্যামাজন, সুইগি, জোম্যাটো- আরও সব অনলাইন দোকানিরা ৷ একটা ক্লিকেই মধ্যবিত্ত-উচ্চবিত্তের বাড়ির দরজায় সবকিছু ৷ শুরু হল ডিজিটাল লেনদেন ৷ দিনআনা দিন খাওয়া মানুষের বাঁচার উপায় ? কেন্দ্র তথা রাজ্য সরকার বিনা মূল্যে রেশন বণ্টনের বন্দোবস্ত করল ৷ রেশন দোকানে গেলে বিনা মূল্যে পাওয়া যাবে চাল, ডাল, গম ৷ কিন্তু বিরোধীরা এর তীব্র সমালোচনা করল ৷ বাস্তবে সমাধান হচ্ছে না৷ না খেয়ে মরছে মানুষ ৷ তার সঙ্গে সংক্রমণের হার তুঙ্গে ৷ 2021 সালের 16 জানুয়ারি প্রথম টিকাকরণ শুরু হল ভারতে ৷ দেশের স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পেলেন ৷ এরপর কোভিড-19-এর ভ্যাকসিনের সংখ্যা অনেক দূর পৌঁছেছে ৷

আজ পিছন ফিরে তাকালে 2020 সালের আগে অন্য একটা বিশ্বের ছবি চোখে পড়ে ৷ যেখানে মাস্ক ছিল না, স্যানিটাইজার কী জানত না অনেকে ৷ মোবাইলে এই জাদুস্পর্শে যে টাকা চলে যেতে পারে তাও জানা ছিল না বহু মানুষের ৷ কিন্তু মানুষের কাছে ঘেঁষা যাবে না ৷ কথা বলতে হবে মুখ ঢেকে। সবকিছুই দূর থেকে...

আরও পড়ুন: 10-15 দিনেই বুস্টার ডোজে ছাড়পত্র কোভোভ্যাক্সকে, দাবি আদর পুনাওয়ালার

Last Updated : Mar 11, 2023, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details