পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taj Mahotsav 2023: আজ শুরু তাজ মহোৎসব, 10 দিন ধরে চাঁদের হাট বসছে আগ্রায় - আগ্রার খবর

আজ শুরু হতে চলেছে এ বছরের তাজ মহোৎসব (Taj Mahotsav 2023)৷ 10 দিন ধরে চাঁদের হাট বসতে চলেছে আগ্রায় (Taj Mahal News)৷ থাকবেন নানা নামী-দামি শিল্পীদের পারফরম্যান্স ৷

Taj Mahotsav 2023
তাজ মহোৎসব 2023

By

Published : Feb 20, 2023, 1:36 PM IST

আগ্রা, 20 ফেব্রুয়ারি: সোমবার থেকে উত্তরপ্রদেশের আগ্রায় শুরু হচ্ছে তাজ মহোৎসব 2023 (Taj Mahotsav 2023)৷ তাজমহলের পূর্ব গেটের কাছে শিল্পগ্রামে 10 দিন ধরে চলবে উৎসব ৷ দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন বিশিষ্ট গায়ক এবং শিল্পীরা ৷ 18 ফেব্রুয়ারি তাজ মহোৎসব (Taj Mahal News) শুরু হওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে দিয়ে 20 তারিখ করা হয় ৷ উৎসব শেষ হবে 1 মার্চ ।

স্টার পারফরম্যান্স - প্রখ্যাত গায়ক অমিত মিশ্র, মৈথিলী ঠাকুর, পবনদীপ রাজন অরুণিতা, কিঞ্জল সচেত এবং পরম্পরা আগ্রার তাজ মহোৎসবে পারফর্ম করবেন । অমিত মিশ্র আজ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এবং ইন্ডিয়ান ওশান ব্যান্ড পারফর্ম করবে 21 ফেব্রুয়ারি, অর্থাৎ মঙ্গলবার ।

সাচেত ট্যান্ডন, ওয়ার্সি ব্রাদার্স (কাওয়াল), সাধো ব্যান্ড, এবং পবনদীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলাল যথাক্রমে 22, 23, 24 এবং 25 ফেব্রুয়ারি পারফর্ম করবেন । এর পর 26 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডিজাইনিং ফোরামের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে । গায়িকা মৈথিলী ঠাকুর এবং খেতে খান যথাক্রমে 27 ও 28 ফেব্রুয়ারি মহোৎসবে পারফর্ম করবেন ৷ আর হর্ষদীপ কৌর অনুষ্ঠানের সমাপ্তির দিন পারফর্ম করবেন ।

27 ফেব্রুয়ারি ফরিদাবাদের পদ্মশ্রী সুমিত্রা গুহ অনুষ্ঠানে পারফর্ম করবেন । 1 মার্চ সমাপ্তি অনুষ্ঠানে ফরাসি নৃত্যশিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দেবযানীর ভরতনাট্যম হতে চলেছে প্রধান আকর্ষণ । উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের যুগ্ম পরিচালক অবিনাশ চন্দ্র মিশ্র বলেন, তাজ মহোৎসবে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । স্থানীয় শিল্পীদের সঙ্গে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়করা । প্রতি বছরের মতো এ বছরও শিল্পগ্রামের মুক্তকাশী মঞ্চের পাশাপাশি সুরসদন মিলনায়তন ও সদর বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ।

টিকিট - প্রবেশ টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 50 টাকা প্রতি ব্যক্তি এবং 5 বছরের কম বয়সি শিশুদের জন্য কোনও চার্জ নেই । ইতিমধ্যেই বিদেশিরা তাজমহলের জন্য বিশেষ টিকিট কেটে ফেলেছেন । এছাড়া স্কুলের ইউনিফর্ম পরা 100 জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় থাকবে ৷ টিকিটের মূল্য গ্রুপের জন্য 500 টাকা । স্কুলের সঙ্গে দুজন শিক্ষককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ মহোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদও কোনও টিকিট কাটতে হবে না ।

আরও পড়ুন:দুর্দান্ত সুযোগ ! প্রবেশমূল্য ছাড়াই ঢোকা যাবে তাজমহলে

থিম - এ বারের তাজ মহোৎসবের থিম বিশ্ব ভ্রাতৃত্ব এবং জি20 ৷ সুশীল সরিত থিম সং লিখেছেন 'লেকার মন মে ভাব বিশ্ব বন্ধুত্ব কা, হামনে প্রেম কে সদা তারানে গায়ে হ্যায় ৷' এই গানে সুর দিয়েছেন গজল গায়ক সুধীর নারায়ণ ।

কী বিক্রি হবে ? দেশের বিভিন্ন রাজ্যের কারিগররা তাঁদের পণ্যের স্টল দিয়েছেন ৷ সেখানে নিজেদের কারুশিল্প তুলে ধরা হয়েছে । এর মধ্যে রয়েছে ফিরোজাবাদের কাঁচের পণ্য, খুরজা থেকে মৃৎপাত্র, আগ্রা থেকে জারদোজি এবং মার্বেল পণ্যের পাশাপাশি সাহারানপুরের কাঠের কারুকাজ, কাশ্মীর থেকে স্যুট এবং পশমিনা শাল, ফরিদাবাদের পোড়ামাটি, পশ্চিমবঙ্গ এবং বারাণসী থেকে কাঁথা শাড়ি ।

এ ছাড়াও থাকবে সিল্কের শাড়ি, বিহারের সিল্ক, লখনউয়ের চিকন কাপড়, অন্ধ্রপ্রদেশের ক্রোশেট, অসমের বেতের আসবাবপত্রের স্টল । উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, কেরল-সহ অন্যান্য রাজ্যের খাবারের স্টলও থাকছে তাজ মহোৎসবে ।

1992 সাল থেকে প্রতি বছর আগ্রায় এই উৎসব পালিত হয় ৷ করোনার কারণে হওয়া লকডাউনের জন্য 2021 সালে তাজ মহোৎসবের আয়োজন করা হয়নি । গত বছর, বিধানসভা নির্বাচনের কারণে তাজ মহোৎসব 20-29 মার্চ পিছিয়ে দেওয়া হয়েছিল । এই বছরও আগ্রা ফোর্টে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উদযাপন এবং শাহজাহানের উরসের কারণে উৎসব কিছুটা পিছিয়ে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details