আগ্রা, 20 ফেব্রুয়ারি: সোমবার থেকে উত্তরপ্রদেশের আগ্রায় শুরু হচ্ছে তাজ মহোৎসব 2023 (Taj Mahotsav 2023)৷ তাজমহলের পূর্ব গেটের কাছে শিল্পগ্রামে 10 দিন ধরে চলবে উৎসব ৷ দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন বিশিষ্ট গায়ক এবং শিল্পীরা ৷ 18 ফেব্রুয়ারি তাজ মহোৎসব (Taj Mahal News) শুরু হওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে দিয়ে 20 তারিখ করা হয় ৷ উৎসব শেষ হবে 1 মার্চ ।
স্টার পারফরম্যান্স - প্রখ্যাত গায়ক অমিত মিশ্র, মৈথিলী ঠাকুর, পবনদীপ রাজন অরুণিতা, কিঞ্জল সচেত এবং পরম্পরা আগ্রার তাজ মহোৎসবে পারফর্ম করবেন । অমিত মিশ্র আজ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এবং ইন্ডিয়ান ওশান ব্যান্ড পারফর্ম করবে 21 ফেব্রুয়ারি, অর্থাৎ মঙ্গলবার ।
সাচেত ট্যান্ডন, ওয়ার্সি ব্রাদার্স (কাওয়াল), সাধো ব্যান্ড, এবং পবনদীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলাল যথাক্রমে 22, 23, 24 এবং 25 ফেব্রুয়ারি পারফর্ম করবেন । এর পর 26 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডিজাইনিং ফোরামের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে । গায়িকা মৈথিলী ঠাকুর এবং খেতে খান যথাক্রমে 27 ও 28 ফেব্রুয়ারি মহোৎসবে পারফর্ম করবেন ৷ আর হর্ষদীপ কৌর অনুষ্ঠানের সমাপ্তির দিন পারফর্ম করবেন ।
27 ফেব্রুয়ারি ফরিদাবাদের পদ্মশ্রী সুমিত্রা গুহ অনুষ্ঠানে পারফর্ম করবেন । 1 মার্চ সমাপ্তি অনুষ্ঠানে ফরাসি নৃত্যশিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দেবযানীর ভরতনাট্যম হতে চলেছে প্রধান আকর্ষণ । উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের যুগ্ম পরিচালক অবিনাশ চন্দ্র মিশ্র বলেন, তাজ মহোৎসবে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । স্থানীয় শিল্পীদের সঙ্গে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়করা । প্রতি বছরের মতো এ বছরও শিল্পগ্রামের মুক্তকাশী মঞ্চের পাশাপাশি সুরসদন মিলনায়তন ও সদর বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ।
টিকিট - প্রবেশ টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 50 টাকা প্রতি ব্যক্তি এবং 5 বছরের কম বয়সি শিশুদের জন্য কোনও চার্জ নেই । ইতিমধ্যেই বিদেশিরা তাজমহলের জন্য বিশেষ টিকিট কেটে ফেলেছেন । এছাড়া স্কুলের ইউনিফর্ম পরা 100 জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় থাকবে ৷ টিকিটের মূল্য গ্রুপের জন্য 500 টাকা । স্কুলের সঙ্গে দুজন শিক্ষককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ মহোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদও কোনও টিকিট কাটতে হবে না ।