পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taj Mahal on Covid Alert: তাজমহলে ফের লাগু করোনা বিধি, প্রবেশের ছাড়পত্রে বাধ্যতামূলক করা হল টেস্ট

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.7 এর এদেশে উপস্থিতির কথা জানার পরই ফের ফিরছে করোনা বিধি । এবার সেই আওতায় আনা হল তাজমহল'কেও । 2020 সালের স্মৃতি ফিরিয়ে জানিয়ে দেওয়া হল, করোনা টেস্ট না-করে হেরিটেজ সাইটে ঢোকার ছাড়পত্র মিলবে না (No entry for tourists in Taj Mahal without Covid Test)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 22, 2022, 3:32 PM IST

Updated : Dec 22, 2022, 3:55 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর:ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19 । ইতিমধ্যে দেশের বেশ কয়েক জায়গায় মিলেছে ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট । চিনে সংক্রমণ ছড়ানো ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.7 এর এদেশে উপস্থিতির কথা জানার পরই ফের ফিরছে করোনা বিধি । এবার সেই আওতায় এল তাজমহলও । 2020 সালের স্মৃতি ফিরিয়ে আগ্রার জেলা স্বাস্থ্য দফতর থেকে জানিয়ে দেওয়া হল, করোনা টেস্ট না-করে হেরিটেজ সাইটে ঢোকার ছাড়পত্র মিলবে না (No entry for tourists in Taj Mahal without Covid Test) ।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওমিক্রনের সাব-ভ্যারিয়্যান্ট বিএফ.7-এর হদিশ পাওয়া গিয়েছে দেশের তিনটি জায়গায় ৷ গুজরাতে দু'জনের এবং ওড়িশায় একজনের করোনা সংক্রমণে এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে খবর ৷ আর এই প্রজাতির হানায় বিধ্বস্ত চিন ৷ হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ন্ত্রণে জারি হয়েছিল জিরো-কোভিড নীতি ৷

এই নীতিতে চিনের সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনে গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছিল ৷ কার্যত ফের গৃহবন্দি হয়ে গিয়েছিল জনসাধারণ ৷ তার বিরুদ্ধে শি জিনপিং সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ এবং তা ভয়াবহ আকার নেয় ৷ জিরো কোভিড বিধি আলগা করতে বাধ্য হয় চিনের কমিউনিস্ট সরকার ৷ সবদিক দিয়ে বোঝাই যাচ্ছে ভারতের জন্য এই ভ্যারিয়্যান্ট যথেষ্ট দুশ্চিন্তার কারণ ৷

আরও পড়ুন: দেশে করোনার নয়া প্রজাতির হানা, বিকেলে উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated : Dec 22, 2022, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details