নয়াদিল্লি, 22 ডিসেম্বর:ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19 । ইতিমধ্যে দেশের বেশ কয়েক জায়গায় মিলেছে ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট । চিনে সংক্রমণ ছড়ানো ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.7 এর এদেশে উপস্থিতির কথা জানার পরই ফের ফিরছে করোনা বিধি । এবার সেই আওতায় এল তাজমহলও । 2020 সালের স্মৃতি ফিরিয়ে আগ্রার জেলা স্বাস্থ্য দফতর থেকে জানিয়ে দেওয়া হল, করোনা টেস্ট না-করে হেরিটেজ সাইটে ঢোকার ছাড়পত্র মিলবে না (No entry for tourists in Taj Mahal without Covid Test) ।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওমিক্রনের সাব-ভ্যারিয়্যান্ট বিএফ.7-এর হদিশ পাওয়া গিয়েছে দেশের তিনটি জায়গায় ৷ গুজরাতে দু'জনের এবং ওড়িশায় একজনের করোনা সংক্রমণে এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে খবর ৷ আর এই প্রজাতির হানায় বিধ্বস্ত চিন ৷ হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ন্ত্রণে জারি হয়েছিল জিরো-কোভিড নীতি ৷