চামারাজানগর (কর্ণাটক), 20 নভেম্বর:একবিংশ শতকেও জাতপাতের শিকার গ্রামের এক সাধারণ মহিলা ! ওই মহিলা দলিত ৷ তেষ্টা পাওয়ায় গ্রামেরই একটি কল থেকে জল খান তিনি ৷ অভিযোগ, যে ট্য়াংকের সঙ্গে ওই কলের সংযোগ ছিল, এরপরই সেই ট্য়াংকটি ধুয়ে ফেলা হয় ! এমনকী, তার ভিতর সঞ্চিত জলের সবটাই স্রেফ ফেলে নষ্ট করেন গ্রামের অন্য সম্প্রদায়ের বাসিন্দারা ৷ এই খবর কানে যেতেই আসরে নামে স্থানীয় প্রশাসন ৷ রবিবার ওই গ্রামে পৌঁছে যান সহকারী কমিশনার গীতা হুডেড, তহসিলদার বাসব রাজু এবং অন্য আধিকারিকরা ৷ তাঁরা এই নিয়ে গ্রামের সমস্ত বাসিন্দার সঙ্গে আলোচনায় বসেন ৷ গ্রামবাসীকে বোঝান, একবিংশ শতকে পৌঁছে জাতের ভেদাভেদ করাটা কখনই কাম্য হতে পারে না ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) চামারাজনগরে (Chamarajanagar) ৷
এই বৈঠকের পর গ্রামেরই এক দলিত তরুণকে ডেকে নেন তহসিলদার ৷ ওই তরুণকে গ্রামের সবক'টি জলের ট্যাংক থেকেই জল খেতে বলেন তিনি ৷ ওই তরুণও সেটাই করেন ৷ একইসঙ্গে, প্রত্যেকটি ট্য়াংকের গায়ের লিখে দেওয়া হয়, 'এটি সরকারি সম্পত্তি ৷ এটি সমস্ত সম্প্রদায়ের মানুষই ব্যবহার করতে পারবেন ৷'