দুবাই, 24 অক্টোবর : মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ রবিবাসরীয় মহারণের গনগনে আগুনে গা সেঁকছেন ভারত-পাক দু'দেশের ক্রিকেট সমর্থকরা ৷ সেই আগুনের আঁচে উত্তাপ বাড়ছে বুর্জ খলিফার শহরে ৷
অনেকেই বলছেন, ক্রিকেটের হাত ধরেই আবার পোক্ত হবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক । যদিও মাঠ এবং মাঠের বাইরে, দু'জায়গাতেই যুদ্ধংদেহি মেজাজে রয়েছে দুই টিমই ৷ বাবর আজমদের বিরুদ্ধে ফেভারিট হিসেবে বিরাটরা শুরু করলেও ভারত-পাক ম্যাচের লড়াইয়ে টেনশনের চোরাস্রোত দুই দলের ক্রিকেটারদের মধ্যে ৷ দেশের ক্রিকেটারদের সেই টেনশন কমানোর লক্ষ্যেই বাবর আজম অ্যান্ড কোং-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সেখানে বড় ম্যাচ খেলার সময় তাদের মনোভাব কী ছিল, স্নায়ুর চাপ কিভাবে নিতেন সেই বিষয়ে টিপস দেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ৷