পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ এই ঘটনা নিয়ে যা বললেন দু'দেশের প্রাক্তন খেলোয়াড়েরা.....

IND vs PAK
বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পাকিস্তানের, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা

By

Published : Oct 25, 2021, 9:31 AM IST

দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম ৷ রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ যার দৌলতে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ ভারতের হার ও পাকিস্তানের জয় নিয়ে টুইটারে যা লিখলেন দু'দেশের প্রাক্তন খেলোয়াড়েরা...

ভিভিএস লক্ষ্মণ : অসাধারণভাবে ভারতের বিপক্ষে ইতিহাস বদলে দিল পাকিস্তান । পাকিস্তানের জন্য আফ্রিদি প্রথমদিকে ভাল বল করেন ৷ শেষে ওপেনাররা ভারতের সামনে জেতার সুযোগের কিছুই অবশিষ্ট রাখেননি । বাবর ও রিজওয়ানের অসাধারণ ব্যাটিং । ভারতকে আরও উন্নতি করতে হবে ৷

যুবরাজ সিং :ভারতের জন্য কঠিন দিন ৷ আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে !

হরভজন সিং :আজ ভারতের দিন ছিল না । আমি নিশ্চিত যে ওরা ভুল থেকে শিক্ষা নেবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷

শোয়েব আখতার :তাঁরা যা পারেননিবাবর আজমরা সেটা করে দেখিয়েছেন ৷ প্রশংসায় ভাসলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷ লিখলেন, "কেয়া বাত হ্যায় । মাশাআল্লাহ । ছা গ্য়ায়ে ।"

ইমরান খান :পাকিস্তান দলকে অভিনন্দন এবং বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে ৷ সেইসঙ্গে রিজওয়ান এবং শাহিন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য । দেশ আপনাদের সবাইকে নিয়ে গর্বিত ।

রামিজ রাজা :এটাই প্রথমবার, সবচেয়ে দুর্দান্ত শুরু ৷ কিন্তু মনে রাখবেন যাত্রা সবে শুরু ৷ সমস্ত পাকিস্তানিদের জন্য এমন একটি গর্বের মুহূর্ত এবং ধন্যবাদ ছেলেদের আমাদের এই মুহূর্তটি দেওয়ার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details