দুবাই, 24 অক্টোবর : শুধু ক্রিকেটারদেরই নয়, কড়া কোভিড বিধি মেনে চলতে হচ্ছে দর্শকদেরও ৷ কোভিডের কথা মাথায় রেখে টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা করল এমিরেটস ক্রিকেট বোর্ড (The Emirates Cricket Board, ECB) ৷ গতকাল থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের মূলপর্বের খেলা ৷ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন টিভির পর্দায় দর্শকদের বসার বিশেষ ব্যবস্থা দেখে বাহবা দিচ্ছেন নেটিজেনরা ৷
কেমন সেই ব্যবস্থা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট কিউবিকল বা বাক্স করা হয়েছে ৷ যেগুলি দেখতে অনেকটা বাগানের বেড়ার মতো ৷ খোলা জায়গায় সেই বেড়ার ভেতরে বসে রয়েছেন দর্শকরা ৷ একটি কিউবিকলে সর্বোচ্চ চারজন করে দর্শক রয়েছেন ৷ কিউবিকলগুলি নির্দিষ্টি দূরত্বে রাখা হয়েছে ৷ কোভিড-বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে খেলা দেখার এই বিশেষ বন্দোবস্ত করা হয়েছে ইসিবির পক্ষ থেকে ৷ আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশিদের জন্য বসার নিজস্ব জায়গা করা হয়েছে ৷ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই যার প্রতিফলন দেখা গেল ৷