পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sachin Tendulkar : আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস লিটল মাস্টারের - Sachin Tendulkar impressed with Rahul and Rohit's performance

আফগানদের বিপক্ষে ব্যাট হাতে নেমে অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ সেই রেকর্ড ভেঙে 140 করেন রোহিত-রাহুল ৷ তারপরেই তাঁদের প্রশংসায় মাতলেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ ৷

Sachin Tendulkar
আফগান-বধের নায়ক রোহিত-রাহুলকে ফুল মার্কস দিলেন লিট্যল মাস্টার

By

Published : Nov 4, 2021, 4:55 PM IST

মুম্বই, 4 নভেম্বর : টি-20 বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রয়েছে টিম ইন্ডিয়া ৷ প্রথমে ব্যাট হাতে নেমে রোহিত শর্মা-কেএল রাহুলের সৌজন্যে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷ হাফ সেঞ্চুরি করে রোহিত ফেরেন 74 রানে, রাহুল করেন 69 ৷ তারপরেই দুই ভারতীয় ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ মাস্টার ব্লাস্টার ৷

আরও পড়ুন :T20 World Cup : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

ম্যাচের পর শচীন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বলেন, “আজকের ম্যাচ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের এই ম্যাচটা জেতারও খুব দরকার ছিল । রোহিত এবং রাহুল যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ । আফগানিস্তান শুরু থেকেই স্পিনারদের দিয়ে শুরু করে ভুল করেছে । উইকেটে ঘাস থাকাব সিমাররা আরও ভাল কাজ করত ৷’’

আরও পড়ুন :নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

প্রথম ম্যাচে বড় রান তুলতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ম্যাচে রোহিতের বদলে ওপেন করেছিলেন ইষান কিষাণ ৷ তৃতীয় ম্যাচেই আবার ফিরেছে পুরোনো জুটি ৷ লিটল মাস্টার বলেন, ‘‘রোহিত যেভাবে অফ স্পিনার নবির বলে সমানভাবে ভিতরের এবং বাইরের বল খেলেছে, তা প্রশংসনীয় । রোহিতের অভিজ্ঞতা ওকে এই পরিস্থিতিতে সাহায্য করেছে ৷ রাহুলও খুব শান্তভাবে ইনিংস গড়েছে, কিছু দুর্দান্ত শটও খেলেছে ৷ সাধারণত পাওয়ার প্লে চলাকালীন ব্যাটাররা সিঙ্গল এবং ডাবল মিস করে । কিন্তু আজকে রোহিত-রাহুল সমানভাবে সিঙ্গলও নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন ৷’’

দুই ওপেনার ছাড়াও শেষ কয়েক ওভারে ঝড় তোলেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া ৷ 35 রানের ক্যামিও খেলেন পান্ডিয়া, 27 রান করেন পন্থ ৷ নবিদের 211 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া ৷ জবাবে 69 রানেই 5 উইকেট হারায় আফগানিস্তান ৷ ষষ্ঠ উইকেটে নবি-জানাত কিছুটা চালিয়ে খেললেও তা পাহাড়প্রমাণ রান ছোঁয়ার পক্ষে যথেষ্ট ছিল না ৷ শেষ অবধি 20 ওভারে 7 উইকেটে 144 রানে থামে আফগানিস্তান ইনিংস ৷ গ্রুপ পর্বে ভারতের এখনও বাকি দুটি ম্যাচ ৷ এবার নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কোহলিরা ৷

ABOUT THE AUTHOR

...view details