তিরুবনন্তপূরম, 22 অক্টোবর: রাজ্যের সিপিএম নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন স্বপ্না সুরেশ ৷ কেরালায় সোনা পাচারে (Kerala gold smuggling case) অভিযুক্ত তিনি ৷ সম্প্রতি নতুন বিতর্ক তৈরি করেছে তাঁর মন্তব্য ৷ স্বপ্নার অভিযোগ, তিনজন তাবড় সিপিআই-এম নেতা তাঁকে যৌন নিগ্রহ করেছেন ৷ এর আগে কয়েকদিন ধরেই স্বপ্না সুরেশের নিশানা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর পরিবারের সদস্যরা (Swapna Suresh accused of Gold smuggling) ৷
শুক্রবার রাতে একটি মিডিয়া সাক্ষাৎকারে তাঁর কথায় বিস্ফোরক তথ্য সামনে আসে ৷ স্বপ্নার দাবি তিন সিপিএম নেতার মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাদাকামপল্লি সুরেন্দ্রন এবং প্রাক্তন অধ্যক্ষ পি শ্রীরামকৃষ্ণাণ তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় মেসেজ করেছেন ৷ এছাড়া প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক তাঁকে পাহাড়ি পর্যটনস্থল মুন্নারে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান তিনি ৷