পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swapna Suresh: 'কেরলের তিন শীর্ষ সিপিএম নেতা যৌন হেনস্থা করেছেন', বিস্ফোরক অভিযোগ স্বপ্নার - কেরলে সোনা পাচারের অভিযোগ

তাঁর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে ৷ একসময় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে স্বপ্না সুরেশের সম্পর্ক নিয়ে চর্চাও হয়েছে ৷ এবার স্বপ্নার কথা থেকেই নতুন বিতর্কের সৃষ্টি হল (Swapans Suresh allegation against CM Pinarayi Vijayan) ৷

Swapna Suresh
ETV Bharat

By

Published : Oct 22, 2022, 1:53 PM IST

তিরুবনন্তপূরম, 22 অক্টোবর: রাজ্যের সিপিএম নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন স্বপ্না সুরেশ ৷ কেরালায় সোনা পাচারে (Kerala gold smuggling case) অভিযুক্ত তিনি ৷ সম্প্রতি নতুন বিতর্ক তৈরি করেছে তাঁর মন্তব্য ৷ স্বপ্নার অভিযোগ, তিনজন তাবড় সিপিআই-এম নেতা তাঁকে যৌন নিগ্রহ করেছেন ৷ এর আগে কয়েকদিন ধরেই স্বপ্না সুরেশের নিশানা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর পরিবারের সদস্যরা (Swapna Suresh accused of Gold smuggling) ৷

শুক্রবার রাতে একটি মিডিয়া সাক্ষাৎকারে তাঁর কথায় বিস্ফোরক তথ্য সামনে আসে ৷ স্বপ্নার দাবি তিন সিপিএম নেতার মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাদাকামপল্লি সুরেন্দ্রন এবং প্রাক্তন অধ্যক্ষ পি শ্রীরামকৃষ্ণাণ তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় মেসেজ করেছেন ৷ এছাড়া প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক তাঁকে পাহাড়ি পর্যটনস্থল মুন্নারে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন: "মুখ্যমন্ত্রী ভয়ে নাটক করছেন", কেরালা সোনা পাচারকাণ্ডে মন্তব্য বিরোধীদের

12 ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ কিন্তু শাসকদল সিপিআই-এম সম্পূর্ণ নীরব ৷ এসবের মধ্যে রাজ্যের কংগ্রেস নেতা এলধোস কুন্নাপ্পিল্লি গত 11দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ তিনি সম্প্রতি অন্তর্বর্তী জামিন পেয়েছেন ৷ তাঁর এক প্রাক্তন প্রেমিকা নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ এনেছে ৷ কংগ্রেস নেতা শনিবার পুলিশের তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে কংগ্রেস যদি কুন্নাপ্পিল্লির বিরুদ্ধে কোনও ব্যবস্থা তাহলে সিপিএমের উপর চাপ বাড়বে ৷

আরও পড়ুন: অন্যের স্ত্রীকে নিয়ে তো যাইনি, সস্ত্রীক বিদেশযাত্রা নিয়ে সাফাই কেরালার মন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details