পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনে হেরে রাজ্যসভার সদস্য পদে ফিরলেন স্বপন দাশগুপ্ত

একুশের বিধানসভা নির্বাচনে তারকেশ্বর থেকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন স্বপন দাশগুপ্ত ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হেরে যান ৷ এর পরই প্রত্যাবর্তন ৷ তাঁকে ফেরানো হল রাজ্যসভার সদস্যপদে ৷

রাজ্যসভায় ফিরলেন স্বপন দাশগুপ্ত
রাজ্যসভায় ফিরলেন স্বপন দাশগুপ্ত

By

Published : Jun 2, 2021, 6:59 AM IST

নিউদিল্লি, 2 জুন : রাজ্যসভায় ফিরলেন বিজেপি-র স্বপন দাশগুপ্ত ৷ একুশের নির্বাচনে লড়তে রাজ্যসভার সদস্যপদ ছাড়তে হয়েছিল তাঁকে ৷ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ কিন্তু ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রমেন্দু সিংহরায়ের কাছে পরাজিত হন স্বপন ৷

গতকাল, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ফের রাজ্যসভায় তাঁরই খালি জায়গায় নিযুক্ত করেন ৷ কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী সাংস্কৃতিক, বিজ্ঞান, খেলা, এরকম বিভিন্ন ক্ষেত্র থেকে বিখ্যাত মানুষদের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি ৷

স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "সংবিধানের 80 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতিতে স্বপন দাশগুপ্তকে কাউন্সিল অফ স্টেটে ফের নিযুক্ত করেছেন ৷ তিনি পদত্যাগ করায় এই পদটি খালি ছিল ৷ তাঁর মেয়াদ 24-02-2022 তারিখ পর্যন্ত ৷"

দেশে প্রথম এমন ঘটনা ঘটল বলে সমালোচনা করেছে কংগ্রেস ৷ প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ টুইটে লিখেছেন, "আমার মনে হয় 1952 সালে রাজ্যসভা গঠনের পর এই প্রথম এমন ঘটনা ঘটল ৷"

স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী হিসেবে একুশের নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই খবর প্রকাশিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তার বিরোধিতা করেন ৷ তিনি একটি টুইটে জানান সংবিধানের দশম সিডিউল অনুযায়ী তিনি এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন না ৷ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার ছয় মাস পর সেই সদস্য কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারে না ৷ স্বপন দাশগুপ্ত 2016-র এপ্রিলে শপথ নেন ৷ তাই তাঁর এই নির্বাচনে অংশগ্রহণ আইন বিরুদ্ধ ৷ তাঁর পদত্যাগ করা উচিত ৷ তখন পদত্যাগ করেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷

ABOUT THE AUTHOR

...view details