নয়াদিল্লি, 2 অক্টোবর: 2014 সালে কেন্দ্রের তরফে চালু করা ‘স্বচ্ছ ভারত অভিযান’কে সামাজের প্রতিটি স্তরে আরও বড় আকারে নিয়ে যাওয়ার কথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ৷ পরিচ্ছন্ন এবং সুস্থ ভারত গড়ে তুলতে হলে এই কর্মসূচিকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে বলে জানান তিনি ৷ সোমবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আয়োজিত গান্ধি জয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন বিচারপতি খান্না ৷ এ দিনের এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন না ৷
প্রধান বিচারপতি অনুষ্ঠানে আসতে না পারলেও, তিনি তাঁর বার্তা পাঠিয়েছিলেন ৷ সেই বার্তায় তিনি বলেন, ‘‘গান্ধি জয়ন্তীর এই বিশেষদিনে, আমরা জাতীর জনক মহাত্মা গান্ধির জন্ম বার্ষিকী পালন করছি তাঁর অহিংসা, সততা, এবং আত্মসংযম প্রতিনিয়ত আমাদের বিচারদানের সময় অনুপ্রাণিত করে ৷’’ পাশাপাশি, দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানান ৷ সেখানে প্রধান বিচারপতি উল্লেখ করেন, ‘‘ব্যক্তিত্বশালী নেতা হিসেবে শাস্ত্রী জি আমাদের শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিলেন ৷’’